ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ০২ নভেম্বর ২০২৫
বাংলা : ১৮ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সুর ও ছন্দে ২দিনের গণসংগীত প্রশিক্ষণ

সুর ও ছন্দে ২দিনের গণসংগীত প্রশিক্ষণ

0
615

ময়মনসিংহে ৮-৯ জুন পর্যন্ত ১ নং হরি কিশোর রায় রোডে উদীচী ভবনে ২ দিনের গণসংগীত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গানের বিভিন্ন সুর ও মাত্রা সম্পর্কে ধারনা দেওয়া হয়।

প্রশিক্ষক মাহমুদ সেলিম হোসেন ছোটমণিদের উদ্দেশে বলেন, ‘যখন তোমরা গান করবে তখন গানটাকে জীবিতভাবে গাইতে হবে। বলিষ্ঠ কন্ঠে গাইতে হবে। কারন একটা গানের মধ্যে নিহিত থাকে জাতীয়তাবোধ, সংস্কৃতি, শিল্প ইত্যাদি। তাই তোমরা যখন কোনো গান গাইবে মনোযোগ ও দৃঢ়তার সাথে গাইবে। এছাড়ও অনেক ধৈর্য থাকতে হবে।’

অন্যদিকে উদীচী শিল্পীগোষ্ঠী সংগঠনের সাধারন সম্পাদক যীশু তালুকদার বলেন, ‘গান হলো আমাদের মনের খোরাক। কারন আমাদের মন যখন খারাপ থাকে তখন গান শুনলে ও গাইলে কিছুটা ভালো হয়। তাই আমি বলবো এই রকম গানের যেসব প্রোগ্রাম হয় সেখানে তোমরা অংশগ্রহণ করবে। তাছাড়াও আগের মত করে এখন আর একযোগে কোনো গণসংগীত গাওয়া হয় না। এটা প্রায় বিলুপ্তির পথে। তাই আমাদের এই সব উদ্ধার করতে হবে।’

দুই দিনের এই প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সনদপত্র।

আরবি.আরপি. ১০ জুন ২০১৮