ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৪ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ “সৃজ‌নে উন্নয়‌নে বাংলা‌দেশ”: ময়মন‌সিং‌হে সাংস্কৃ‌তি উৎসব

“সৃজ‌নে উন্নয়‌নে বাংলা‌দেশ”: ময়মন‌সিং‌হে সাংস্কৃ‌তি উৎসব

0
525

ময়মন‌সিং‌হের শিল্পকলা একা‌ডেমী‌তে ২০ থে‌কে ২১ জুলাই পর্যন্ত দুই দি‌নের সাংস্কৃ‌তিক উৎসব পালন করা হয়।

আ‌য়োজ‌নে সংস্কৃ‌তি মন্ত্রণালয়, জেলা প্রশাসন, ময়মন‌সিংহ, জেলা শিল্পকলা একা‌ডেমী, ময়মন‌সিংহ ।

অনুষ্ঠা‌নের প্রধান অ‌তি‌থি ছি‌লেন জনাব মাহমুদ হাসান বিভাগীয় ক‌মিশনার, ময়মন‌সিংহ, ময়মন‌সিংহ বিভাগ । বি‌শেষ অ‌তি‌থি হাসনা জাহান খানম, যুগ্মস‌চিব, সংস্কৃ‌তি বিষয়ক মন্ত্রণালয় । সভাপ‌তি ড: সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা প্রশাসক, ময়মন‌সিংহ ।

সাংস্কৃ‌তিক উৎস‌বের প্রধান অ‌তি‌থি জনাব মাহমুদ হাসান ব‌লেন ” এ‌দে‌শের সংস্কৃ‌তি হ‌লো এ‌দে‌শের মানুষ অত্যন্ত অ‌তি‌থি পরায়ন । আ‌রেক‌টি হ‌লো আমরা অ‌ন্যের প্রশংসায় দুর্বল । কিন্তু নিন্দায় মূখর । নিন্দায় ভা‌লো কাজ আসা করা যায় না । কেউ ভা‌লো কিছু কর‌লেও আমরা তার নিন্দা ক‌রে থা‌কি । তার ফ‌লে ভা‌লো কাজগু‌লো মাথা উচু ক‌রে দাড়া‌তে পা‌রেনা । তাই আমা‌দের প্র‌ত্যে‌কের উ‌চিত এমন ম‌নোভাব‌টি প‌রিহার করা । আমরা কর্ম‌বিমূখ । আমরা বে‌শি প‌রিশ্রম কর‌তে চাই না । প‌রিশ্রম ছাড়াই আমরা ভা‌লো ফলাফল আসা ক‌রি । কিন্তু এ‌টি মু‌টেও সম্ভব না । অন্য‌দি‌কে উন্নত বি‌শ্বের মানুষ কর্মমূখর । তারা ক‌ঠোর প‌রিশ্রমী । তাই তা‌দের দেশগু‌লো এত উন্নত ও সমৃদ্ধ । ”

প‌রি‌শে‌ষে সাংস্কৃ‌তি অনুষ্ঠান ও প্রসংশাপত্র বিতর‌নের মাধ্য‌মে শেষ হয় সাংস্কৃ‌তিক উৎসব ।

আরবি.আরপি. ২২ জুলাই ২০১৮