ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সেন্ট যাকোব স্কুলের প্রাক-বড়দিন পালন

সেন্ট যাকোব স্কুলের প্রাক-বড়দিন পালন

0
441

১২ ডিসেম্বর, সন্ধ্যা ৬টায় সিবিসিবি সেন্টারে সেন্ট যাকোব ইংলিশ মিডিয়াম স্কুলের সকল শিক্ষকদের নিয়ে প্রাক-বড়দিন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

কেক কাটা ও প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় প্রাক-বড়দিন অনুষ্ঠান।

স্কুলে প্রিন্সিপাল ওয়াটসন লিটন হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মাকুর্জ গমেজ।

অনুষ্ঠানের সভাপতি ওয়াটসন লিটন হালদার বলেন, ‘সকল স্কুলের শিক্ষকরা বলেন তাদের ছাত্র-ছাত্রীদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার গড়ে তুলতে চাই। কিন্তু আমরা বলি, আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।’

তিনি আরো বলেন, ‘আমাদের স্কুলের কার্যক্রমের শুরুতে ঢাকা ক্রেডিট আমাদের সার্বিকভাবে সহায়তা করেছে এবং আশা রাখি ভবিষ্যতেও সহযোগিতা করবে।’

 

প্রিন্সিপাল হালদার শিক্ষদের দায়িত্বশীলতার জন্য ধন্যবাদ জানান।

‘শিশুদের চরিত্র এবং প্রতিভা বিকাশের জন্য যারা এই স্কুলে অক্লান্ত পরিশ্রম করছেন তাদেরকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা’ বলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মাকুর্জ গমেজ।

প্রেসিডেন্ট গমেজ বলেন, শিক্ষাবিস্তারের জন্য এই স্কুলকে সাহায্য করেছি এবং ভবিষ্যতেও সাহায্য করা হবে।
স্কুলের সহকারী প্রিন্সিপাল সুরভী বালা বলেন, ‘স্কুল সামনের দিকে অগ্রসর হবে তার কাজের ভিত্তিতে।’
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মাকুর্জ গমেজ স্বর্ণ পদক পাওয়ার জন্য এ সময় তাঁকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করে স্কুল কর্তৃপক্ষ।

এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সিস্টার আশা গমেজ, ডাক্তার ফ্রাঙ্ক এবং তার স্ত্রী ডীনা ও চিত্রনায়ক অনন্ত জলিলসহ আরো অনেকে।

২০১২ সালে ৩০জন ছাত্র-ছাত্রী নিয়ে স্কুলের যাত্রা শুরু হয়। বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৫০ জন। সেন্ট যাকোব ইংলিশ মিডিয়াম স্কুলটি ঢাকার আসাদগেটের ইকবাল রোড অবস্থিত।

আরবি.এইচআর. ১২ ডিসেম্বর ২০১৮