শিরোনাম :
সেন্ট যোসেফ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর বার্ষিক সাধারণ সভা
শ্রীমঙ্গল ধর্মপল্লীর অন্তর্গত নটর ডেম জুনিয়র স্কুল কাথলিক মিশন প্রাঙ্গনে আজ ৯ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় সেন্ট যোসেফ ক্রেডিট ইউনিয়ন লি.-এর ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভায় বর্তমান চেয়ারম্যান ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সিলেট ধর্মপ্রদেশের ধর্মপাল পরম শ্রদ্ধেয় বিশপ বিজয় এন.ডি’ক্রুজ ওএমআই।
বিশেষ অতিথি ছিলেন কালব এর সন্মানিত চেয়ারম্যান মি.যোনাস ঢাকী, সেন্ট যোসেফ ক্রেডিটের প্রতিষ্ঠাতা ফাদার লিটন হিউবার্ট গমেজ সিএসসি, জেলা ও উপজেলা পর্যায়ের সমবায়ী কর্মকর্তাগণ, অন্যান্য ক্রেডিট ইউনিয়নের অতিথিবৃন্দ এবং ক্রেডিট ইউনিয়নের মূল চালিকাশক্তি সদস্যবৃন্দ।
বার্ষিক সাধারণ সভায় সভাপতি স্বাগত বক্তব্যে বলেন সমবায়ের প্রধান শিক্ষা হলো “সমষ্টিগত প্রচেষ্টায় সফলতা” । তিনি সকলের কাছে অনুরোধ করেন সঠিক উদ্দেশে ঋণ গ্রহণ করে উন্নয়নমূলক খাতে ঋণ বিনিয়োগ করার জন্য।
সেন্ট যোসেফ ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা ফা.লিটন গমেজ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শ্রীমঙ্গল সেন্ট যোসেফ ক্রেডিট ইউনিয়নের সাফল্য কামনা করে বলেন, আজ পর্যন্ত ক্রেডিট ইউনিয়ন ধ্বংস হয়নি। অথচ অনেক ব্যাংক অর্থের জন্য ধ্বংস হয়েচ্ছে। তিনি আরো বলেন, এমনকি বিশ্বের উন্নত বড় দেশেও এই ক্রেডিট ইউনিয়ন আছে।
বার্ষিক সাধারণ সভায় ৭ম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, ব্যবস্হাপনা কমিটির প্রতিবেদন, ২০১৭-২০১৮ অর্থ বছরের হিসাব-নিকাশ, নিরীক্ষা প্রতিবেদন, ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট, লভ্যাংশ বন্টন প্রস্তাব, ঋণদান পরিষদের প্রতিবেদন, পর্যবেক্ষণ পরিষদের প্রতিবেদন পেশ ও অনুমোদন হয়।
সভার শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সমবায়ী পতাকা উওোলন ও প্রারম্ভিক প্রার্থনার মধ্যদিয়ে বার্ষিক ৮ম সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও পরলোকগত মৃত সদস্যদের জন্য ১ মিনিট নীরবতা পালন করা হয়।
ডিসিনিউজ/আরবি.এসপি. ৯ ডিসেম্বর ২০১৮