ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সেবাগ্রহীতাদের সাথে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার

সেবাগ্রহীতাদের সাথে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার

0
355

সরকারি সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সেবাগ্রহীতা ও কর্তৃপক্ষের নিয়মিত মতবিনিময় সভা সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উদ্দেশে ২৯ আগস্ট, সকাল ১১টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুরের উদ্যোগে ‘ভূমি সেবার মানোন্নয়নে প্রয়োজন; সেবাদাতা ও সেবাগ্রহীতাদের যৌথ উদ্যোগ’ বিষয়ক ভূমিখাতে সেবাগ্রহণকারী বিভিন্ন অংশীজনের সাথে মধুপুর উপজেলা ভূমি সেবা প্রদানকারী কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ^াস-এর সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. হাবিবুর রহমান চৌধুরী’র সঞ্চালনায় ভূমি সেবা-পরিষেবার ওপর নানাদিক নিয়ে আলোচনা করে যথাক্রমে সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল হক, উপজেলা সাব রেজিস্ট্রার মো. রাহেনুল ইসলাম সরকার, সহকারী সেটেলমেন্ট অফিসারের পক্ষে পেসকার মো. বদরুল হক। সভার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সনাক সভাপতি ডা. মীর ফরহাদুল ইসলাম মনি।
এছাড়া ভূমিখাতে সেবার মানোন্নয়নে সনাক-টিআইবি’র প্রত্যাশা তুলে ধরেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট ডিভিশনের প্রোগ্রাম ম্যানেজার চিত্ত রঞ্জন রায়।

অনুষ্ঠানে ভূমি সেবা গ্রহীতাগণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে বিভিন্ন সেবার ধরন ও সরকার নির্ধারিত ফি সম্পর্কে জানতে চান এবং কর্তৃপক্ষও এ সময় সেইসব প্রশ্নের জবাব দেন।

মতবিনিময় সভায় ভূমিখাতে সেবা গ্রহণে দালালের দৌরাত্ম, অহেতুক হয়রানি বন্ধ, জনবান্ধব সেবা, ভূমি সেবায় তথ্য অধিকার আইনের চর্চা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ, নামজারি ও খাজনার ক্ষেত্রে বিলম্ব ও জটিলতা দূরীকরণ, জমি রেজিস্ট্রি, রেকর্ড সংশোধন ও পরচা উত্তোলনে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় ইত্যাদি অনিয়ম বিষয়ে সেবাগ্রহীতারা প্রশ্ন উত্থাপন করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে অঙ্গীকার করেন।

সভার সভাপতি মধুপুর উপজেলা নির্বাহী অফিসার রমেন্দ্র নাথ বিশ^াস বলেন, সরকারি সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সেবাগ্রহীতা ও কর্তৃপক্ষের নিয়মিত মতবিনিময় সভা সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এধরণের কর্মসুচি আগামীতে অন্যান্য সরকারি দপ্তরকে নিয়েও আয়োজন করতে সনাক-টিআইবি’র প্রতি তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি সেবা গ্রহীতাগণ, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, সাংবাদিক, উপজেলা ভূমি, সাব রেজিস্ট্রার ও সেটেলমেন্ট অফিসের বিভিন্ন কর্মকর্তা এবং সনাক ও টিআইবি’র কর্মীবৃন্দ।

আরবি.এএন. ৩০ আগস্ট ২০১৮