ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট সেবা মাসের সুবিধা শুধু ঋণখেলাপীদের জন্যই নয়, বিনিয়োগকারীদের জন্যও: ঢাকা ক্রেডিটের সেবা...

সেবা মাসের সুবিধা শুধু ঋণখেলাপীদের জন্যই নয়, বিনিয়োগকারীদের জন্যও: ঢাকা ক্রেডিটের সেবা মাস-২০২৩’র শুভ সূচনা

0
419

ডিসিনিউজ ।। ঢাকা

‘ঢাকা ক্রেডিটের সেবা মাসের সুবিধা শুধু ঋণখেলাপীদের জন্য নয়, যারা এই মাসে বিনিয়োগ করবে তাদের জন্যও বিশেষ সুবিধা রয়েছে’ বলে মন্তব্য করেছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।

পহেলা জুন, ফার্মগেট, তেজগাঁওয়ে ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের বিকে. গুড কনফারেন্স হলে ঢাকা ক্রেডিটের সেবা মাসের শুভ উদ্বোধন ঘোষণাকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘সেবা মাসের সুবিধা যেন শুধু নির্দিষ্ট সদস্যরা না পায়, এই সুবিধা যেন প্রান্তিক পর্যায়েও পৌঁছায়। মূলত বিগত করোনাকালীন দুর্যোগসহ বিভিন্ন অনাকাঙ্খিত কারণে সদস্যরা ঋণখেলাপী হয়েছেন, তারা যেন পুনরায় ঢাকা ক্রেডিটের সাথে যুক্ত হতে পারেন এবং যারা নিয়মিত সদস্য তারা যেন ঢাকা ক্রেডিটে বিনিয়োগ করে অংশিদারিত্ব নিশ্চিত করতে পারে, সেই লক্ষেই ঢাকা ক্রেডিট সেবা মাসের যাত্রা শুরু করেছে। এ ছাড়াও এই সেবা মাসে ঢাকা ক্রেডিটের কর্মকর্তা এবং কর্মীদের সাথে সদস্যদের আরো নিবিড়ভাবে কাছাকাছি যাওয়ার একটি সুবর্ণ। এই সময় ব্যবস্থাপনা কমিটি এবং কর্মীদের সাথে আরো বেশি সুনিবিড়ভাবে সদস্যরা অংশগ্রহণমূলকভাবে ঢাকা ক্রেডিটের কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে। এই সেবা মাস চলবে পহেলা জুন থেকে ২৭ জুন, ২০২৩ পর্যন্ত। আশা করি, সদস্যরা এই মাসের সুবিধা সঠিকভাবে গ্রহণ করবেন এবং ঢাকা ক্রেডিটের উন্নয়নযাত্রায় অংশ নিবেন।’

১ জুন, ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের বিকে. গুড কনফারেন্স হলে ঢাকা ক্রেডিটের সেবা মাস-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া । এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ (কাককে) লি:’র চেয়ারম্যান এবং ঢাকা ক্রেডিটের সাবেক প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ি দেবী আরেং, চিফ এক্সিকিউটিভ অফিসার লিটন টমাস রোজারিও, নারী কমিটির যুগ্ম-আহ্বায়ক মালা মারীয়া টসকানো, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:’র ভাইস-চেয়ারম্যান অপূর্ব যাকোব রোজারিও, ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির সদস্য বকুল রোজারিও, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:’র ডিরেক্টর প্রতাপ আগষ্টিন গমেজ, কল্পনা ফলিয়া, আভ্যন্তরিন সুপারভিশন কমিটির সদস্য মিসেস জাস্টিনা বিশ্বাস, ঢাকা ক্রেডিটের উপদেষ্টা মারিয়া গমেজ, এ যোসেফ দাস, রবি বার্নাড রোজারিও, শিশিলিয়া রোজারিও, জেমস সুব্রত হাজরা, প্রাক্তন সিইও লিন্টু সি. গমেজসহ আরো অনেকে।

এ সময় প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিরা ফিতা এবং কেক কেটে সেবা মাসের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সিই স্বপন রোজারিও।

উল্লেখ্য ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের সাথে সমন্বয় রেখে সকল সেবাকেন্দ্রেও এদিন একযোগে সেবা মাসের শুভ উদ্বোধন করা হয়। সাভার সেবাকেন্দ্রে সেক্রেটারি জন মাইকেল গমেজেরে নেতৃত্বে, সাধনপাড়া সেবাকেন্দ্রে ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ এবং ক্রেডিট কমিটির সেক্রেটারি মোশী মন্ডলের নেতৃত্বে, মনিপুরীপাড়া সেবাকেন্দ্রে ক্রেডিট কমিটির চেয়ারম্যান পংকজ বানার্ড ডি’রোজরিও ও সুপারভাইজরি কমিটির সদস্য মারিয়া ডি’কুনার নেতৃত্বে, বান্দুরা সেবাকেন্দ্রে ডিরেক্টর মনোজ ক্লেমেন্ট গমেজের নেতৃত্বে, নাগরী সেবাকেন্দ্রে ডিরেক্টর সুব্রত রিচার্ড রোজারিও’র নেতৃত্বে, নদ্দা সেবাকেন্দ্রে ডিরেক্টর প্রত্যেশ রাংসা ও শিপন রোজারিও’র নেতৃত্বে, পাগার সেবাকেন্দ্রে সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান সুমন জেমস্ ডি’কস্তার নেতৃত্বে, তুমিলিয়া সেবাকেন্দ্রে সুপারভাইজরি কমিটির সেক্রেটারি সুহৃদ গমেজ ও সদস্য পংকজ লরেন্স কস্তার নেতৃত্বে, শুলপুর সেবাকেন্দ্রে ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজ ও সুপারভাইজরি কমিটির সদস্য ময়ল নাথের নেতৃত্বে, মিরপুর সেবাকেন্দ্রে ডিরেক্টর ডন এ. অধিকারী ও নিরাপদ হালদারের নেতৃত্বে, মহাখালী সেবাকেন্দ্রে ডিরেক্টর মনিকা গমেজের নেতৃত্বে ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের সাথে একযোগে সেবা মাসের উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, প্রতি বছর জুন মাসে ঢাকা ক্রেডিট সদস্যদের সুবিধার্থে সেবা সপ্তাহ, সেবা পক্ষ বা সেবা মাস পালন করে থাকে। এই সময় সদস্যদের জন্য বিশেষ কিছু সুবিধা প্রদান করা হয়। এতে সদস্যরা যেমন লাভবান হন, তেমনি সমিতিও উপকৃত হয়। ২০২৩ খ্রিষ্টাব্দ বর্তমান ব্যবস্থাপনা কমিটির সেবা মাস পালনের সিদ্ধান্ত নেন এবং সদস্যদের জন্য যুগোপযোগি সুবিধা প্রদান করেন।

২০২৩ খ্রিষ্টাব্দের সুবিধাগুলো হলো:
১. খেলাপী ঋণ এককালীন সম্পূর্ণ পরিশোধ করলে ১০০% জরিমানা মওকুফ করা হবে। ২. খেলাপী ঋণ এককালীন ৫০% পরিশোধ করলে ৫০% জরিমানা মওকুফ করা হবে। ৩. খেলাপী ঋণ এককালীন ২৫% পরিশোধ করলে ২৫% জরিমানা মওকুফ করা হবে। ৪. বকেয়া সুদ সম্পূর্ণ পরিশোধ করে ঋণ রিসিডিউল করলে ৫০% জরিমানা মওকুফ করা হবে। ৫. বকেয়া সুদ ৫০% পরিশোধ করে ঋণ রিসিডিউল করলে ২৫% জরিমানা মওকুফ করা হবে। ৬. মেয়াদ উত্তীর্ণ ঋণ সম্পূর্ণ পরিশোধ করলে হিসাব বন্ধ সাপেক্ষে সম্পূর্ণ জরিমানা ও সুদের ২৫% মওকুফ করা হবে। ৭. মৃত ব্যক্তিদের সম্পূর্ণ ঋণ পরিশোধ করলে সম্পূর্ণ জরিমানা ও সুদের কিছু অংশ মওকুফ করা হবে। ৮. নিয়মিত সদস্য (পূর্বের ৩টি ঋণ) সেবা মাসে কোন ঋণ গ্রহণ করলে বর্তমানে প্রযোজ্য চার্জসমূহের ৫০% রেয়াত (ডিসকাউন্ট) দেয়া হবে। ৯. সেবা মাসে ১০ লক্ষ টাকা বা এর উপরে এলটিএসডি করা হলে বর্তমান সুদের হারের চেয়ে ১% বেশি এবং ১০ লক্ষ টাকার নীচে এলটিএসডি করা হলে .৫% বেশি হারে সুদ প্রদান করা হবে। ১০. সেবা মাসে ১০ মাস মেয়াদী বিশেষ এলটিএসডি এর জন্য ৮% হারে সুদ প্রদান করা হবে। ১১. সেবা মাসে ত্রৈমাসিক সঞ্চয় প্রকল্প করা হলে মাসিক হারে সুদ প্রদান করা হবে। ১২. সেবা মাসে ৫০০ টাকা বা এর বেশি নতুন মাসিক ডিপোজিট করলে জনপ্রতি একটি উপহার (স্যুভিনিয়র) প্রদান করা হবে।