ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৭ জানুয়ারী ২০২৫
বাংলা : ১৪ মাঘ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সোহেল মিয়া দুইটি পা ছাড়া বাড়ি ফিরবে কি!

সোহেল মিয়া দুইটি পা ছাড়া বাড়ি ফিরবে কি!

0
326

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্দ্যানের ভিতরে জালালাবাদ ট্টেনের মধ্যে ৩ জানুয়ারি আনুমানিক সারে ১০ টায় দুইটি পা হারায় সোহেল মিয়া(২২)।

সোহেল মিয়া মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পশ্চিমকাশ নিজগাঁও গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

বৃহস্পতিবার সকালে লাউয়াছড়া জাতীয় উদ্দ্যানের রেল ক্রসিং থেকে ৭০০ গজ দূরে একটি মানুষকে পড়তে দেখে লোকজন। কাছে গিয়ে দেখে লোকটির দুইটি পা বিছিন্ন অবস্থায় আছে।

খবর পেয়ে এলাকার অবস্তানরত ট্যুরিস্ট পুলিশ সদস্যরা লোকটিকে আহত অবস্হায় উদ্ধার করে রেলওয়ে থানা ও কমলগঞ্জ স্বাস্হ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে লোকটিকে মৌলভীবাজার সদর হাসপতালে পাঠানো হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানা অফিসার ইনর্চাজ মো. আলীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সোহেল মিয়া আখাউড়া থেকে সিলেটগামী জালালাবাদ ট্টেনযোগে তার বাড়ি যাবার পথে লাউয়াছড়া জাতীয় উদ্দ্যানের মধ্যে আনুমানিক সাড়ে ১০ টার দিকে ট্টেন থেকে পড়ে তার দুইটি পা ট্টেনে কাটা পড়ে । খবর পেয়ে উদ্ধার করে চিকিৎসার জন্য দুপুর ১ টায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।