ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট স্বপ্নপূরণের আরো এক ধাপ এগিয়ে ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল

স্বপ্নপূরণের আরো এক ধাপ এগিয়ে ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল

0
623

ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের ফিজিবিলিটি বিষয়ে মঠবাড়ীর কুচিলাবড়ীতে ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১ জুন (শুক্রবার) সকাল সাড়ে ১০টা ও বিকাল সাড়ে ৩টায় ফিজিবিলিটি বিষয়ে হাসপাতাল কমিটির সদস্যরা প্রফেশনাল এসোসিয়েশন লি: এবং যৌথভাবে ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ড এন্ড এসোসিয়েট লি: এবং জয়েন ভেনচার উয়িথ এসোসিয়েট এন্ড কনসালটেন্ট এন্ড লি: এর সাথে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।

প্রেসিডেন্ট বাবু মাকুর্জ গমেজ আলোচনা সভায় বলেন, ‘আমার সকল কাজে সচ্ছতা চাই। ফিজিবিলিটি রিপোর্টসহ সকল ধরনের কাগজ-পত্র আমাদের প্রয়োজন সচ্ছতা রক্ষার জন্য।

প্রফেশনাল এসোসিয়েশন লি: এর আর্কিটেকচার মঞ্জুর কে.এইচ. উদ্দীন বলেন, ‘সবচেয়ে আনন্দের এবং গর্বের বিষয় যে আপনাদের ঢাকা ক্রেডিটের প্রায় সকল সদস্য স্বাস্থ্য বীমার আওতাভুক্ত। হাসপাতাল ভাল চলার উপর নির্ভর করে সিওর উপর।’

‘মেডিকেল কলেজ, নার্সিং ইনষ্টিটিউট করতে হলে প্রথমে ৩০০ বেডের হাসপাতাল তৈরি না করলে সরকারী অনুমোদন পাওয়া যায় না’ বলেন আর্কিটেকচার মঞ্জুর।

এরপর আর্কিটেকচার মঞ্জুর হাসপাতালের কার্যবিবরণী প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন। এর সাথে হাসাপাতাল ভবন তৈরি করার জন্য কোথায়, কোন পাশে ভরাট করতে হবে, পানি নিষ্কাশন কিভাবে করতে হবে সে বিষয়ে পরামর্শ রাখেন।

ডিভাইনমার্সি হাসপাতালের পিডি মেজর জেনাররেল জন গমেজ (অব:) আর্কিটেকচার মঞ্জুর উদ্দিনের উদ্দেশে বলেন, ‘আপনি আমাদের যে সকল তথ্য নৈতিকতার সাথে প্রদান করেছেন হাসপাতালের বিষয়ে, আগে আমাদের এইভাবে কেউ তথ্য দেয়নি, তার জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

‘ডিভাইন মার্সি হাসপাতাল বাংলাদেশ কো-অপারেটিভ আন্দোলনের একটি বড় সাক্ষী হিসেবে থাকবে’ বলে মন্তব্য করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সংগ্রামী মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া।

বিকালে ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ড এন্ড এসোসিয়েট লি: এর ম্যানেজিং ডিরেক্টর তরিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে খ্রিষ্টানরা স্বাস্থ্যসেবা প্রদানের দিক দিয়ে অনেক বড় আস্থা অর্জন করেছে। সকল মানুষের ধারণা খ্রিষ্টানরা ভাল স্বাস্থ্যসেবা প্রদান করে। এই হাসপাতালই ঢাকা ক্রেডিটকে মানুষের কাছে পরিচয় করিয়ে দিবে।’

‘ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল তৈরী হলে এই এলাকার মানুষের জীবনমান উন্নত হবে এবং চিকিৎসা সেবা পাবে। এই হাসপাতাল একদিন হয়তো বাংলাদেশে ভেলুরের মতো হাসপাতাল সিটি হতে পারে, যদি এর সেবারমান ভাল এবং সেবামূল্য সাধারণ মানুষের অনুকূলে থাকে’ বলেন জয়েন ভেনচার উয়িথ এসোসিয়েট এন্ড কনসালটেন্ট এন্ড লি: এর টেকনিক্যাল এডভাইজার সিদ্দিক আহমেদ।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের নিমার্ণ কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ষ্টিফেন ঘোষ, ডা. হেমন্ত আই. গমেজ, সিষ্টার নিবেদিতা রিবেরু এসএমআরএ, অলড্রিন টমাস গাইন, জোনস এ. বটলেরু, ঢাকা ক্রেডিটের সিইও লিন্টু সি. গমেজ, এসিইও লিটন টমাস রোজারিও, সিও সুদান গাইনসহ আরো অনেকে।

আরপি. এইচআর. ১জুন, ২০১৮