ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট স্বপ্ন যাবে বাড়ি আমার!

স্বপ্ন যাবে বাড়ি আমার!

0
812
স্বপ্ন যাবে বাড়ি আমার! রবীন ভাবুক

 

|| রবীন ভাবুক ||

‘স্বপ্ন যাবে বাড়ি আমার’ মিলন মাহমুদের এই গানটি যেন মিলে যায় স্বপ্নবোনা মানুষগুলোর সাথে!

হাজারো স্বপ্নের আশা নিয়ে বাড়ি ছাড়ে অনেকে। স্বপ্নগুলো পূর্ণ করে আবার বাড়ি ফিরে আসে। নতুন একটি ভবিষ্যৎ নিয়ে মানুষ হয় দেশান্তরিত।

দীপ্ত, গাজীপুরের রাঙ্গামাটিয়ার একটি প্রত্যন্ত গ্রামের ছেলে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় পেরিয়ে নিজেকে ক্যারিয়ার নামক কঠিন বাস্তবতার মুখোমুখি করতে পুরোদমে প্রস্তুত হতে বেরিয়ে পরে দূর দেশের উদ্দেশে।

রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর বড় সাতানিপাড়ার ডমিনিক কস্তা ও লিপি কস্তার বড় সন্তান দীপ্ত পল কস্তা। নাগরির সেন্ট নিকোলাস স্কুল থেকে এসএসসি, নটর ডেম কলেজ থেকে এইচএসসি ও নর্দান ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করে। দীপ্ত ইউনির্ভাসিটিতে পড়াকালীন সময়েই অনুভব করতেন, ক্যারিয়ার নামক কঠিন বাস্তবতার মোকাবেলা করতে নিজেকে শক্তভিতের ওপর দাঁড় করাতে হবে। এর জন্য উচ্চশিক্ষার কোনো বিকল্প নেই। দেশ হোক, দেশের বাইরে হোক, উচ্চশিক্ষা ডিগ্রি নিতেই হবে।

তিন ভাই ও এক বোনের মধ্যে বড় সন্তান দীপ্ত সব সময় একটি সুখি ও স্বচ্ছল পরিবারের স্বপ্ন দেখেন। বাবা-মায়ের মুখে হাসি, ছোট ভাইবোনদের সামনে এগিয়ে যাওয়াসহ নানাবিধ স্বপ্ন সব সময় তাড়া করে দীপ্তকে। দীপ্ত উচ্চশিক্ষার জন্য ইউনির্ভাসিটিতে থাকাকালীন সময়েই খোঁজ নিতে থাকেন। সে খেয়াল করে দেখলেন, দেশের মধ্যে ও দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য প্রায় একই পরিমাণ খরচ হবে। খবর নিয়ে জানতে পারলেন মাল্টায় ১২ লক্ষ টাকায় উচ্চশিক্ষা নিতে পারবেন। বাংলাদেশে একটি ভাল প্রতিষ্ঠানে পড়তে গেলে সমপরিমাণ বা এর বেশিও খরচ হয়ে যায়। সবকিছু বিবেচনা করে দীপ্ত পরিবারের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেন, মাল্টায় উচ্চশিক্ষা গ্রহণ করবে।

আরো পড়ুন: টিনের ঘর থেকে অট্টালিকা 

স্বপ্নের হাতছানিতে সাড়া দিয়ে দীপ্ত শুরু করেন বিদেশ যাওয়ার প্রক্রিয়া। রাস্তাটা এতটা সহজ ছিল না দীপ্তর জন্য। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় টাকা। দীপ্ত কিছুটা চিন্তায় পড়ে যায় কি করবেন। পরিবার থেকে একসাথে এতগুলো টাকা দেওয়া সম্ভব নয়। স্তিমিত হয়ে যেতে থাকে স্বপ্নের রঙগুলো। ধীরে ধীরে স্বপ্নের কোষগুলো মারা যেতে শুরু করে। মনে মনে বুঝতে পারেন স্বপ্নপূরণ আর হলো না।

একদিন রাতে শুয়ে শুয়ে ইন্টারনেট ঘাটছিল। হঠাৎ ডিসিনিউজের একটা পেইজ চোখে পড়লো। পড়তে পড়তে দেখলেন ঢাকা ক্রেডিট উচ্চশিক্ষার জন্য সহযোগিতা করছে। সেই রাতেই দীপ্ত আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলেন। ডিসিনিউজের পথ ধরে ঢাকা ক্রেডিটে আসেন দীপ্ত। যোগাযোগ করে খোঁজ নেন উচ্চশিক্ষার জন্য ঢাকা ক্রেডিট কীভাবে সহযোগিতা করে। ঢাকা ক্রেডিটের উচ্চশিক্ষা সাপোর্ট লোনের বিষয়ে খোঁজ নেন। দীপ্তর স্বাদ ও সাধ্যের মধ্যে উচ্চশিক্ষা সাপোর্ট লোন মিলে যায়। বিদেশে উচ্চশিক্ষার পথটা সহজ হয়ে ওঠে। প্রয়োজনীয় কাগজপত্র এবং নিয়মানুসারে উচ্চশিক্ষার সাপোর্ট লোনের জন্য আবেদন করে। সবকিছু যাচাই বাচাই শেষে দীপ্ত ইতিবাচক সাড়াই পান ঢাকা ক্রেডিট থেকে।

বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করলে যাবার পূর্বেই সবকিছু ঠিক করে নিতে হয়, তাই অর্থের প্রয়োজনটা এই সময়েই। দীপ্ত নিজের একজন স্যারের মাধ্যমে মাল্টার লার্ন কী ইনিস্টিটিউটে (Learn Key Institute) ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে দীপ্ত ডিপ্লোমা ইন একাউন্টিং (এসিসিএ) নিয়ে পড়ার প্রস্তুতি নেন। যেহেতেু বাংলাদেশে মাল্টার কোনো দূতাবাস নেই, তাই তাকে ভারতে গিয়ে সবকিছু ঠিক করে আসতে হয়েছে। প্রস্তুতির সাথে সাথে ঢাকা ক্রেডিটও তাকে অর্থের যোগান দিয়ে আসছে।

অবশেষে দীপ্তর সবকিছু প্রস্তুত হয়ে গেল। দীপ্তর স্বপ্নময় চোখ প্রদীপ্ত হয়ে উঠলো। হাজারো স্বপ্নের ফুলঝুড়ি নিয়ে দীপ্ত উড়াল দিলেন আকাশের বুকে। মাল্টায় গিয়ে কালক্ষেপন না করে আবার পাড়ি জমান ফ্রান্সে। সেখানে গিয়ে নিজের অবস্থান ঠিক করতে ইতোমধ্যে সেই দেশে স্থায়ী বসবাসের জন্য আবেদন করেছেন। হয়তো তার মনের মধ্যে অনেক পরিকল্পনা রয়েছে নিজেকে প্রতিষ্ঠিত করতে। এক দিন ঠিকই তার চাওয়াগুলো পূরণ হবে। যে স্বপ্ন ভেঙে গিয়েছিল, তা আবার জোড়া লাগিয়ে দিল খ্রিষ্টানদের ভরসার প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিট।

১৫ মে রাত ১.৪৫ মিনিটে দীপ্ত নতুন সম্ভাবনার আশায় নিজ জন্মভূমির মাটি ছেড়ে নতুন যাত্রার সারথী হন। স্বপ্ন পূরণের উদ্দেশে পাড়ি জমানো দীপ্ত ফিরে আসবেন উন্নত জীবন নিয়ে। দূর দেশ থেকে তার একটাই লক্ষ্য ‘স্বপ্ন যাবে বাড়ি আমার…॥’

আরো পড়ুন:

আফ্রিকার উগান্ডায় ব্রাদার নিহত

শেরপুরে খ্রিষ্টান কিশোরীর ধর্ষণের মামলা তুলে নিতে জীবননাশের হুমকি

বিশ্বে যোগাযোগের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ভাল ইংরেজি জানা

ঢাকার ক্রেডিটে নিয়োগ বিজ্ঞপ্তি

খ্রিষ্টান সমাজের ৯ জনকে সম্মাননা দিল ঢাকা ক্রেডিট