ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৭ জানুয়ারী ২০২৫
বাংলা : ১৪ মাঘ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ স্বরাষ্ট্রমন্ত্রীকে বিজয়ী শুভেচ্ছা জানান খ্রিস্টান সমাজের নেতৃবৃন্দ

স্বরাষ্ট্রমন্ত্রীকে বিজয়ী শুভেচ্ছা জানান খ্রিস্টান সমাজের নেতৃবৃন্দ

0
325

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (রবিবার, ৩০ ডিসেম্বর) ঢাকা-১২ (সংসদীয় আসন-১৮৫) আসনে বিপুল ভোটে জয় লাভ করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

আজ (৩১ ডিসেম্বর, সোমাবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় ফার্মগেটের মনিপুড়ীপাড়ায় তাঁর নিজ বাস ভবনে খ্রিস্টান সমাজের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানায়।

আসাদুজ্জামান খান কামাল ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে একই আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং তিনবারই জয় লাভ করেন। ২০১৪ সালের নির্বাচিত হওয়ার পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ডিরেক্টর রতন পিটার কোড়াইয়া, রূপন পিউরীফিকেশন, নিলু জন চাম্বুগং, প্রতাপ আগষ্টিন গমেজ, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি মালিক লরেন্স রোজারিও, সদস্য অবিনাস নকরেক, এবং বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, জেমস সুব্রত হাজরা, থিউফিল রোজারিও, এডভোকেট ঝর্ণা মহন্ত, ভিক্টর রে, ক্লেমেন্ট টি ঢালীসহ খ্রিস্টান সমাজের শতাধিক নেতৃবৃন্দ স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

ঢাকা শহরের বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আসাদুজ্জাম খান কামালকে ফুল দিয়ে বিজয়ী শুভেচ্ছা জানান।