ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বড়দিন ও নববর্ষের নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বড়দিন ও নববর্ষের নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত

0
1723

আজ ১৮ নভেম্বর, ২০১৮ খ্রিষ্টাব্দ (রবিবার) সকাল ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স হলে শুভ বড়দিন এবং ইংরেজী নববর্ষের নিরাপত্তা বিষয়ক এক সভা মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন এমিপি মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব, উর্ধ্বতন কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার প্রধানগণসহ বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, উপদেষ্টা হিউবার্ট গমেজ, ভাইস-প্রেসিডেন্ট জুয়েল আরেং এমপি, বাবু মার্কুজ গমেজ, তপন মারাক, মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, যুগ্ম-মহাসচিব জেমস সুব্রত হাজরা, যোসেফ ডি’ সরকার, সাংগঠনিক সম্পাদক নিপুন সাংমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিওফিল রোজারিও, আইন বিষয়ক সম্পাদক পংকজ গিলবার্ট কস্তা, শিক্ষা সম্পাদক ডানিয়েল শিকদার, সাংস্কৃতিক সম্পাদক পিন্টু পলিকার্প পিউরীফিকেশন, সহ-সাংগঠনিক সম্পাদক জেমস্ প্রদীপ বিশ্বাস, ডেনিস আলেকজান্ডার কস্তা, ফেডরিক মুকুল বিশ্বাস, টমাস রোজারিও, মহিলা বিষয়ক সম্পাদক কল্পনা ফলিয়া, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নিখিল মানকিন, দপ্তর সম্পাদক স্বপন রোজারিও, ছাত্র বিষয়ক সম্পাদক সৌরিন আরেং, ক্রীড়া বিষয়ক সম্পাদক সলোমন রোজারিও, নির্বাহী সদস্য রতন পিটার কোড়াইয়া, ভিক্টর রে, অরুণ ডি’ কস্তা, বাদল ফ্রান্সিস রড্রিক্স ও বিনয় রোজারিও।

এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন ঢাকা খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর সভাপতি প্রদীপ সরকার, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সেক্রেটারি ইম্মানুয়েল বাপ্পী মন্ডল, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন উত্তরা থানা শাখার সভাপতি পাস্টর অবিনাশ নকরেক, বনানী থানা শাখার সভাপতি সেবাষ্টিয়ান বাড়ৈ, উত্তরখান থানা শাখার সিনিয়র সহ-সভাপতি ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, মিরপুর থানা শাখার সাধারণ সম্পাদক এন্ড্রু শিকদার, ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মলয় নাথ, রমনা থানা শাখার সাংগঠনিক সম্পাদক ক্লেমেন্ট টি’ ঢালী, বিরুলিয়া ইউনিয়ন শাখার লিন্টাস রক রোজারিও, সাভার ইউনিয়ন শাখার জন চন্দন মন্ডল প্রমুখ।

সভায় বড়দিন ও ইংরেজী নববর্ষ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা বিষয়ক বিস্তারিত আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়েছে।