ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতা দিবস উদযাপন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতা দিবস উদযাপন

0
480

ডিসিনিউজ ॥ ঢাকা

উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতা দিবস।

২৬ মার্চ এই উপলক্ষে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে তেজগাঁও গির্জায় বিশেষ প্রার্থনা ও পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়।

গির্জায় খ্রিষ্টভক্তরা সকল শহীদের আত্মার কল্যাণে ও দেশের সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন। পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন তেজগাঁও ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ঝলক দেশাই। সাথে ছিলেন ফাদার আবেল বি রোজারিও।

খ্রিষ্টযাগ শেষে গির্জা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ও জাতীয় পতাকার প্রতি সম্মান জানানো হয়। এরপর বক্তব্য রাখেন ফাদার আবেল বি রোজারিও, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।

 উপদেশ বাণীতে ফাদার আবেল বলেন, কাজ কথার চেয়ে বেশি কথা বলে। অর্থাৎ কাজ ও জীবনাদর্শের মাধ্যমে যা করতে পারি তা কথার মধ্যেমে করতে পারি না। ভালো কথা বলতে পারলেই হবে না কিন্তু জীবনাদর্শ ঠিক না থাকলে লোকেরা তার কথা বিশ্বাস করবে না। আজকের মঙ্গল সমাচারে এই দিকটাই ফুটে উঠেছে।

তিনি স্বাধীনতা দিবসের বিষয়ে বলেন, ‘পঞ্চাশ বছর আগে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যে কী কষ্টের মধ্যে ছিলাম সেই অভিজ্ঞতা যথেষ্ট আছে। যুদ্ধে অনেক ভাইবোনেরা জীবন দিয়েছেন। এত রক্ত দিয়ে কোনো দেশ স্বাধীন হয়েছে বলে আমার মনে হয় না। যে উদ্দেশে ও যে শান্তি পাবো বলে আমরা স্বাধীনতা পেলাম, সেই শান্তি কিন্তু এখনো আমরা পাইনি। তবে আমরা হতাশ হই না। চলুন আমরা প্রার্থনা করি যেন শান্তি পেতে পারি ও আরো সমৃদ্ধশালী দেশ গড়তে পারি।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন যে তাঁদের লক্ষ্য বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি বলেন, ‘আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি দেশের ৩০ লক্ষ মানুষ যাঁরা শহীদ হয়েছেন এবং দুই লক্ষ নারী যাঁরা ইজ্জত দিয়েছেন তাঁদেরকে। এ ছাড়া এই দেশ স্বাধীন হতে প্রতেক্ষ ও পরোক্ষভাবে যাঁরা অবদান রেখেছেন তাদেরও কৃতজ্ঞতা জানাই।’

তিনি আরো বলেন, আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। এই অসাম্প্রদায়িক দেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

গির্জায় দেশের জন্য যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার কল্যাণে প্রার্থনা করা হয়েছে উল্লেখ করে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, মহান মুক্তিযুদ্ধে অন্যান্য জাতী ধর্ম বর্ণ আদিবাসী সকলের সাথে খ্রিষ্টান সম্প্রদায়ও কাঁধেকাধ রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। অনেকে শহীদ হয়েছেন, অনেকে যুদ্ধে আহত হয়েছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কৃতজ্ঞ চিত্তে সেই সমস্ত বীরদের স্মরণ করি। স্মরণ করি জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের, যাঁদেরকে ৭৫-এর ১৫ আগস্ট হত্যা করা হয়েছে। আমরা তাঁদের আত্মার চির শান্তি কামনা করি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও, এসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব জেমস সুব্রত হাজরা, বীর মুক্তিযোদ্ধা বিজয় ম্যানুয়েল ডি প্যারেস, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পাপিয়া রিবেরু, মনিকা গমেজ, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সুকুমার লিনুস ক্রুশ, সুপারভাইজরি কমিটির সদস্য বার্নার্ড পংকজ ডি’রোজারিও, ষ্টেলা হাজরা, এসোসিয়েশনের লক্ষ্মীবাজার শাখার সেক্রেটারি ভিক্টর রে, ঢাকা ক্রেডিটের সিও জোনাস গমেজসহ কয়েকশত খ্রিষ্টভক্ত।