শিরোনাম :
স্বাস্থসেবা নিশ্চিতে অঙ্গিকারাবদ্ধ ডিভাইন মার্সি হাসপাতাল
ডিসিনিউজবিডি।।
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর মেগা প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল লিমিটেড সর্বস্তরের মানুষের স্বাস্থসেবা নিশ্চিতে অঙ্গিকারাবদ্ধ এবং সেই লক্ষে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান হাসপাতালটির পরিচালনা কমিটির সদস্য ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।
১৮ জানুয়ারি, ঢাকা ক্রেডিটের বি.কে গুড কনফারেন্স হলে প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ, বিভিন্ন শাখা অফিস, প্রজেক্টের উর্ধ্বতন কর্মকর্তা ও ডিভাইন মার্সি হাসপাতালের উর্ধ্বতনকর্মীদের নিয়ে আলোচনা সভায় এ কথা বলেন গমেজ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সেক্রেটারি মাইকেল জন গমেজ, প্রাক্তন প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ঢাকা ক্রেডিটের পরিচালনা পরিষদের ও বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ, সিইও জোনাস গমেজ এবং ডিভাই মার্সি হাসপাতাল ও ঢাকা ক্রেডিটের উর্ধ্বতন কর্মীবৃন্দ।
আলোচনা সভায় প্রধান আলোচক ও ডিভাইন মার্সি হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বাবু মার্কুজ গমেজ প্রেজেন্টেশনের মাধ্যমে হাসপাতালটির লক্ষ্য, উদ্দেশ্য, কাঙিক্ষত সেবার মান বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন।
হাসপাতালটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান হেমন্ত কোড়াইয়া বলেন, এই প্রতিষ্ঠান আমাদের সবার এবং এখানে সর্বোচ্চ সেবা নিশ্চিতে সবাইকে একত্রে কাজ করতে হবে। একই সাথে সকল ধরণের সুযোগ সুবিধা বাড়াতে ঢাকা ক্রেডিট বদ্ধপরিকর।
প্রাক্তন প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, একদিন আমাদের এই হাসপাতালে আশেপাশের দেশ থেকে মানুষ সেবা নিতে আসবে এবং এর জন্য আমাদের গুনগত সেবা দিয়ে যেতে হবে।