ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা নোটিশ বোর্ড স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ও সময় বাঁচাতে ঢাকা ক্রেডিটে সেভিংস, ব্যাংক ও বিকাশের...

স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ও সময় বাঁচাতে ঢাকা ক্রেডিটে সেভিংস, ব্যাংক ও বিকাশের মাধ্যমে লেনদেন করুন!

0
1335

এই করোনা সংকটকালীন মুহুর্তে আপনারা অপ্রয়োজনে বাহিরে বের হবেন না। অতি জরুরীভিত্তিতে প্রয়োজন হলে, যথাসম্ভব দ্রুত কাজ শেষ করে বাসায় ফিরে যান। ঢাকা ক্রেডিটও সদস্যদের অনুরোধ করছে, সমিতিতে আপনার যাবতীয় কাজ দ্রুত সময়ে সম্পন্ন করে ফেলুন।

করোনা সংকট মোকাবেলায় ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আপনার এবং পরিবারের সদস্যদের সমিতিতে এসে লেনদেন করতে সময়ক্ষেপন হচ্ছে, এই প্রেক্ষিতে সমিতিতে পরিবারের যেকোনো একজন সদস্যের সেভিংস হিসাবে সকল অর্থ জমা করে আপনার এবং পরিবারের অন্যান্য সদস্যের কোন হিসাবে কত টাকা জমা হবে তার নির্দেশনা লিখে অফিসে জমা দিন। অফিস যথাযথ প্রক্রিয়ায় নির্দেশনা অনুযায়ী সার্বিক লেনদেন সম্পন্ন করবে। এতে করে আপনাদের সময় বাঁচবে ও করোনার ঝুঁকি কমে যাবে।

এ ছাড়া আপনারা ব্যাংক একাউন্টস এবং বিকাশের মাধ্যমেও অর্থ জমা দিতে পারবেন। ব্যাংক একাউন্টসে টাকা প্রেরণ করে সদস্যের কোন হিসাবে কত টাকা জমা হবে তার নির্দেশনাসহ ব্যাংকে টাকা প্রেরণের রশিদ ঢাকা ক্রেডিটে ইমেল করুন। বিকাশে অর্থ প্রেরণ করে কোন হিসাবে কত টাকা জমা হবে উক্ত নম্বরে তার নির্দেশনা এসএমএস করুন।

নিজে সুরক্ষিত থাকুন, অন্যকেও সুরক্ষিত থাকতে উৎসাহীত করুন।

বিকাশ নম্বর: ০১৭০৯ ৮১৫৪০৩

ব্যাংক হিসাব
ব্যাংক হিসাবের নাম:
The Christian Co-operative Credit Union Ltd.
One Bank Ltd, Kawran Bazar Branch
ব্যাংক হিসাব নম্বর: 012-5080430002
ইমেল: info@cccul.com