ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক স্যুটকেস থেকে একি পাওয়া গেল!

স্যুটকেস থেকে একি পাওয়া গেল!

0
264

জীবনের ঝুঁকি নিয়ে সাগর, গভীর অরণ্য পাড়ি দিয়ে অন্যদেশে অভিবাসনের চেষ্টার খবর বিশ্ব গণমাধ্যমের বরাতে আমরা সবাই জানি।

ভাবলে হয়তো অবাকই হবেন স্যুটকেসের ভেতরে মানুষ? ঠিকই ধরেছেন। ঘটনাটি ঘটেছে উত্তর আফ্রিকার স্পেনের ছিটমহল সিউটায়। সেখানে এক নারীর স্যুটকেসে লুকিয়ে থাকা এক আফ্রিকান অভিবাসন প্রত্যাশীকে খুঁজে পেয়েছেন স্পেনীয় শুল্ক বিভাগের কর্মকর্তারা।

২২ বছর বয়সী মরক্কোর এক তরুণী চোরাইপথে ওই তরুণকে সিউটায় পাচার করার চেষ্টা করছিল বলে জানা যায়।

স্যুটকেসটি একটি ট্রলিতে বেঁধে নিয়ে যাচ্ছিলেন ওই তরুণী, কিন্তু বিষয়টি শুল্ক কর্মকর্তাদের চোখ এড়ায়নি, স্যুটকেসটি খুলতে বলেন। পরে স্যুটকেসের ভেতরে এক তরুণের সন্ধান পান তারা।

গত শুক্রবারের এ ঘটনায় ওই তরুণ-তরুণীকে আটক করেছে সিউটা কর্তৃপক্ষ। ওই তরুণ গ্যাবনের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। অনেক্ষণ ধরে গুটিশুটি হয়ে স্যুটকেসে বসে থাকায় ওই তরুণ অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।

এসএন/আরবি/আরপি/৩ ডিসেম্বর, ২০১৭