ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সড়ক দুর্ঘটনায় থেমে গেল পাবনার স্বপন রোজারিওর প্রাণ

সড়ক দুর্ঘটনায় থেমে গেল পাবনার স্বপন রোজারিওর প্রাণ

0
276

এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কারিতাস কর্মী স্বপন রোজারিও (৬২) নিহত হন।

২৮জুন দিবাগত রাত আনুমানিক দেড়টায় গোবিন্দগঞ্জে মাইক্রোবাস দুর্ঘটনায় মারা যান তিনি। নিহত স্বপন রোজারিও পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুরের ডাল্লার বাড়ির মৃত টমাস রোজারিও’র ছেলে।

পারিবারিক তথ্য সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে ২৭ তারিখ দুপুরে চাটমোহর থেকে কর্মস্থল দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। রাত ১০টা দিকে কাচীঘাটা অবস্থান করার পরও কোন গাড়ি না পেয়ে একই পথের আরও আটজন যাত্রী মিলে সিরাজগঞ্জ থেকে মাইক্রোবাস ভাড়া নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা করেন। একথা তিনি তার বড় ছেলে সুমনকে ফোনে জানান । গোবিন্দগঞ্জের কাছেই দিনাজপুরমুখী এক কোচ পিছনে থেকে মাইক্রোবাসকে ধাক্কা দিলে গাছের সাথে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন স্বপন রোজারিও। হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।বাকি আট যাত্রী আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্বপন দীর্ঘদিন দিনাজপুর কারিতাস অঞ্চলে কর্মরত ছিলেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে প্রথমে তাকে দিনাজপুর কারিতাস কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিজ বাসস্থান চাটমোহরে আনা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

অারবি/আরপি/২৯ জুন, ২০১৭