শিরোনাম :
হবিগঞ্জে যথাযথ মর্যাদায় যিশু হৃদয়ের পর্ব পালন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদিবাসী চা বাগান তেলিয়াপাড়ায় যিশু হৃদয়ের গির্জা প্রাঙ্গণে ৮ জুন (শুক্রবার) যিশু হৃদয়ের পর্ব পালিত হয়। সেই সাথে আদিবাসী সংস্কৃতি চর্চার লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যিশু হৃদয়ের পর্বে পর্বীয় খ্রীষ্টযাগ উৎসর্গ করেন সিলেট ধর্মপ্রদেশের শায়েস্তাগঞ্জ উপ-ধর্মপল্লীর ফাদার গাব্রিয়েল কোড়াইয়া ও শ্রীমঙ্গল ধর্মপল্লীর পাল-পুরোহিত নিকোলাস বাড়ৈ।
ফাদার গাব্রিয়েল বাণী সহভাগিতায় বলেন, ‘এই পর্ব হচ্ছে আমাদের ভালোবাসার পর্ব। যিশু নিজে থেকে আমাদের মাঝে আসতে চান।’
পর্বের সময় খ্রিষ্টরাজার মূর্তি নিয়ে শোভাযাত্রা করা হয়।
খ্রিষ্টযাগের পর উঁরাও সমাজের ঐতিহ্যগত ঝুমুর নৃত্যে মেতে উঠে অংশগ্রহণকারীরা।
বিকাল ৪ টায় জন তির্কীর শুভেচ্ছা গানের মধ্য দিয়ে সন্মানিত অথিতিবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগত ও স্হানীয় ব্যক্তিবর্গের আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিরেন বাকলা। প্রধান অতিথি হিসেবে ছিলেন ফাদার নিকোলাস বাড়ৈ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ফাদার গাব্রিয়েল কোড়াইয়া, আইপিডিএস এর প্রোজেক্ট কো-অডির্নেটর রিপন চন্দ্র বানাই, ইউপি সদস্য সাইমন, শ্রীমঙ্গল সেন্ট যোসেফ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ম্যানেজার ডমিনিক সরকার রনিসহ আরো অনেকে।
ইনডিজিনাস পিপলস ডেভেল্পমেন্ট সার্ভিসেস-আইপিডিএস-এর সহযোগীতায় আদিবাসী বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন হয়।
তেলিয়াপাড়া চা বাগানে সাঁওতাল, উঁড়াও, উরিষা, রবিদাস ও চাষা এই জাতিগুলো ছাড়াও আরো কয়েকটি ছোট ছোট (বিলুপ্তির পথে) জাতি বাস করে আসছে। আদিবাসী জাতি যেমন বিলুপ্ত হচ্ছে তেমনি সংস্কৃতির ভাষা, খাদ্য প্রভৃতি চিরতরে বিলিন হয়ে যাচ্ছে।
আলোচনায় বক্ত্যারাবলেন, ‘নিজের কৃষ্টি ও সংস্কৃতি যদি আমরা ধরে না রাখি, তাহলে আমাদের পরিচয় দেবার মত কিছুই নেই। তাই প্রত্যেক পিতা-মাতাসহ সবাইকে দায়িত্ব নিতে হবে বলে বক্তারা আহ্বান জানান। নতুন প্রজন্ম যারা আসছে অন্য কিছু শিখছে, অথচ নিজের সংস্কৃতি শিখতে পারছে না বলেও বক্তারা অভিযোগ করেন।
‘সেই লক্ষ্য নিয়েই সাঁওতাল, উঁড়াও ও গারো (পার্শ্ববর্তী সাতছড়ি চা বাগান থেকে) নৃত্য ও গানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়।’ বলেন বক্তারা।
আরবি.আরপি. ৯ জুন ২০১৮