শিরোনাম :
হলি আর্টিজানে হামলার তিন বছর পূর্তিতে নিহতদের স্মরণে গির্জায় প্রার্থনা
গতকাল ছিল গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার তিন বছর পূর্তি।
২০১৬ খ্রিষ্টাব্দের ১ জুলাই বিদেশিদের আনাগোনা হওয়া গুলশানের এই রেস্টুরেন্টে থাকা সবাইকে জঙ্গিরা জিম্মি করে ১৮ জন বিদেশি নাগরিকসহ ২০ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।
জিম্মি থাকা নিহতদের মধ্যে উল্লেখযোগ্য নয়জন খ্রিষ্টান ইটালিয়ান, সাতজন জাপানি ও একজন ভারতীয় নাগরিক ছিলেন। বাংলাদেশে এটি ছিল সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা।
গভীর শ্রদ্ধার সাথে জঙ্গিদের দ্বারা নিহত হওয়া সেই সব ব্যক্তিদের স্মরণ করা হয়েছে। প্রার্থনা করা হয়েছে গির্জায়। বাংলাদেশে থাকা ইটালিয়ান পিমে ফাদারগণ গতকাল জঙ্গি হামলায় নয়জন ইটালিয়ানসহ অন্যান্যদের জন্য প্রার্থনা করেছেন।
তেজগাঁও কাথলিক গির্জার পাল-পুরোহিত ডিসি নিউজকে বলেন, হলি আর্টিজানে যারা নিহত হয়েছেন, তাদের আত্মার কল্যাণে আমরা প্রার্থনা করেছি। এই ধরনের জঘন্য হামলা আর না ঘটুক এই আমাদের প্রার্থনা ।
জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি সাংবাদিকদের বলেছেন, বিশ্বব্যাপী জঙ্গিবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে।
রাজধানীর গুলশানে হলি আর্টিজানে হামলার তিন বছর পূর্তি উপলক্ষে গতকাল সকালে নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাব মহাপরিচালক আরো বলেন, হলি আর্টিজান হামলার পরবর্তী সময়ে জঙ্গিসংশ্লিষ্টতায় জড়িতদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে।
র্যাব মহাপরিচালক আরো বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সারা বিশ্বেই জঙ্গিবাদ সক্রিয় রয়েছে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমেই সবচেয়ে বেশি তরুণ বিপথগামী হচ্ছে। এর আগে, র্যাবের ডিজিসহ উর্ধ্বতন কর্মকর্তারা হলি আর্টিজান বেকারির সামনে তৈরি মঞ্চে নিহতদের উদ্দেশে ফুলেল শ্রদ্ধা জানান।
ভয়াবহ সেই জঙ্গি হামলার ঘটনার মামলায় জঙ্গিদের বিরুদ্ধে চার্জশীট প্রদান করা হয়েছে। তিন বছর পূর্ণ হলেও আজও এর বিচার হয়নি।
এ মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। ভয়াবহ এ হামলায় নব্য জেএমবির ২১ জন জঙ্গির জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য ও সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে।
































































