শিরোনাম :
হারবাইদ সমিতির ২২তম বার্ষিক সাধারণ সভা
ডিসিনিউজ ।। গাজীপুর
অনুষ্ঠিত হলো হারবাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর ২২তম বার্ষিক সাধারণ সভা।
৫ নভেম্বর সমিতির চেয়ারম্যান পবিত্র ফ্রান্সিস কস্তার সভাপতিত্বে এই বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের গেস্ট অব অনার ছিলেন ফাদার প্রলয় আগষ্টিন ক্রুশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দিন ব্যাপী এই বার্ষিক সাধারণ সভায় সদস্য সক্রিয়ভাবে অংশ নিয়ে সমিতির অবস্থা এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান সূচিনুসারে প্রথমে কোরামপূর্তি ও আসনগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পর্যায়ক্রমে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। সূচনা পর্বের পর অতিথিরা বক্তব্য প্রদান করেন।
এরপর শুরু হয় সাধারণ সভার মূল অনুষ্ঠান। পর্যায়ক্রমে বিগত সভার কার্যবিবরণী পাঠ, অনুমোদন ও গৃহীত; সভাপতির বক্তব্য; সেক্রেটারিয়েট বিবরণী পাঠ, সুপারিশ ও অনুমোদন; ক্রেডিট কমিটির বিবরণী পাঠ, সুপারিশ ও অনুমোদন; আর্থিক বিবরণী উপস্থাপন, সুপারিশ ও অনুমোদনসহ নানা বিষয় নিয়ে সাধারণ সভায় আলোচনা করা হয়।