শিরোনাম :
হাসনাবাদে ঢাকা ক্রেডিটের নতুন সদস্য হলেন ৩০ জন
ডিসিনিউজ ॥ ঢাকা
আঠারগ্রামের বান্দুরার হাসনাবাদে ঢাকা ক্রেডিটের সদস্য হলেন ৩০ জন। তাঁরা হাসনাবাদ, গোল্লা ও তুইতালের বিভিন্ন গ্রামের অধিবাসী।
১৩ মার্চ নবাবগঞ্জের হাসনাবাদের ঢাকা ক্রেডিটের সেবাকেন্দ্রে অনুষ্ঠিত প্রি-মেম্বারশীপ ক্লাশে অংশ নেন নতুন সদস্য প্রাত্যাশীরা। প্রি-মেম্বারশীপ ক্লাশে অংশ নেওয়ার পর তাঁরা ঢাকা ক্রেডিটের সদস্য হন।
ঢাকা ক্রেডিটের চিফ অফিসার জোনাস গমেজ প্রি-মেম্বারশীপ ক্লাশে বলেন, ঢাকা ক্রেডিটের সদস্য হওয়া মানেই কিন্তু ঋণ নেওয়া নয়। এখানে অনেক সঞ্চয়ী প্রোডাক্ট রয়েছে। আপনারা ভবিষ্যতের জন্য ঢাকা ক্রেডিটে অর্থ সঞ্চয় করতে পারেন। এ ছাড়া উৎপাদনমূলক খাতে ঋণ নিয়ে ব্যবসা করে নিজের আর্থিক উন্নতি করাসহ সন্তানদের উচ্চশিক্ষা ও বিদেশে শিক্ষার জন্য ঋণ নিতে পারেন।
প্রি-মেম্বারশীপ ক্লাশ প্রদান করেন ঢাকা ক্রেডিটের মার্কেটিং বিভাগের এ্যাসিসটেন্ট ম্যানেজার-ইনচার্জ স্ট্যানিসলাস সোহেল রোজারিও। তিনি ঢাকা ক্রেডিটের ইতিহাস, বিভিন্ন প্রোডাক্ট ও প্রকল্পের বিষয়ে বিস্তারিত ধারণা দেন এবং এই সমিতির সদস্য হয়ে বিভিন্ন সেবা গ্রহণ করে নিজেদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের পরামর্শ দেন।
শুরুতে স্বাগত বক্তব্য দেন হাসনাবাদ সেবাকেন্দ্রের ইনচার্জ জেমস আনঞ্জুস।
উল্লেখ্য, ঢাকা ক্রেডিটের রয়েছে ৮২টি প্রোডাক্ট ও প্রকল্প। সমিতির প্রধান কার্যালয়সহ ১২টি সেবাকেন্দ্রের মধ্য দিয়ে সিমিতির প্রায় ৪৩ হাজার সদস্য সেবা লাভ করছেন।