ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ হাসনাবাদ ক্রেডিটের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হাসনাবাদ ক্রেডিটের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
520

ডিসিনিউজ ॥ নবাবগঞ্জ

হাসনাবাদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (হাসনাবাদ ক্রেডিট) এর ১৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় নবাবগঞ্জের হাসনাবাদ ধর্মপল্লীর ঈশ্বরের সেবক টি এ গাঙ্গুলী মেমোরিয়াল হলে।

 ২২ অক্টোবর অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন হাসনাবাদ ক্রেডিটের চেয়ারম্যান নিকোলাস রাজু কোড়াইয়া। এতে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, কালবের ট্রেজারার এম জয়নাল আবেদিন, নবাবগঞ্জ উপজেলার সমবায় অফিসার রওশন আরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিল্লাল মিয়া, হাসনাবাদ ক্রেডিটের প্রাক্তন চেয়ারম্যান কিশোর গমেজ ঠাকুর ও  সেলেষ্টিন রোজারিও, বান্দুরা হলিক্রস স্কুল ও কলেজের অধ্যক্ষ ব্রাদার যোসেফ তরেন পালমা সিএসসি, সেন্ট ইউফ্রেজিস গালস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার মেবেল কস্তা আরএনডিএম প্রমুখ।

হাসনাবাদ ক্রেডিটের চেয়ারম্যান নিকোলাস রাজু কোড়াইয়া স্বাগত বক্তব্যে বলেন, করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে কেবল মাত্র সনাতন ধারায় বিনিয়োগ করলে প্রতিযোগিতামূলক অর্থ বাজারে কঠোর রক্ষণশীল ভাবধারায় বিশাল অর্থনীতির সাথে পাল্লা দিয়ে আর্থিক প্রতিষ্ঠান হিসাবে নিজস্ব অর্থায়নে লাভজনক ব্যবসায় বিনিয়োগ ছাড়া লাভের সূচক এবং সুবিশাল মুলধন ধরে রাখা সম্ভব নয়। তাই অভিষ্ট লক্ষে পৌঁছাতে গবেষণা করে চাহিদা সৃষ্টির মাধ্যমে যুগোপযোগী ও টেকসই আর্থিক প্রোডাক্ট তৈরি করে ব্যবসা, শিল্প, বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ করে সদস্যদের কল্যাণে মূলধনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে না পারলে তা ধরে রাখা কঠিন হবে। আমাদের সমিতির বিনিয়োগযোগ্য অর্থ ব্যবসায় ও শিল্পে বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে। যা সমিতির সদস্যদের সহযোগিতায় বাস্তবায়ন করা সম্ভব।  

বক্তারা বলেন, সমবায় সমিতি আর্থসামাজিক উন্নয়নের জন্য উত্তম একটি আন্দোলন। এটির সঠিক ব্যবহার সদস্যদের জানতে হবে। উন্নয়নমূলক খাতে সদস্যদের বিনিয়োগ করতে হবে।

প্রসঙ্গত, ১৯৬৭ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হাসনাবাদ ক্রেডিট স্থানীয় ধর্মপল্লীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই সমিতির সদস্য সংখ্যা ২০১৪ জন ও সমিতির মূলধন প্রায় ৮৮ কোটি টাকা। শিক্ষা, ব্যবসা, ঘর মেরামত, জমি ক্রয়, চিকিৎসা, আসবাবপত্র ক্রয়, বিবাহ, বাড়ি ক্রয়, সেলাই মেশিন ক্রয় ইত্যাদির জন্য সদস্যরা ঋণ নিয়ে থাকেন।