ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট হিউবার্ট গমেজ ও পেট্রিসিয়া শ্যামলী গমেজের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

হিউবার্ট গমেজ ও পেট্রিসিয়া শ্যামলী গমেজের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

0
430

ডিসিনিউজ ।। ঢাকা

ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রাক্তন অন্যতম সভাপতি হিউবার্ট গমেজ এবং তার পুত্রবধু পেট্রিসিয়া শ্যামলী গমেজের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

১৬ অক্টোবর তেজগাঁওয়ের চার্চ কমিউনিটি সেন্টারে পারিবারিকভাবে মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করা হয়। এর পূর্বে ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুশ ওএমআই মৃতদের স্মরণে ও কল্যাণার্থে খ্রিষ্টযাগ উৎসর্গ করেন। সাথে ছিলেন তেজগাঁও চার্চের পাল-পুরোহিত সুব্রত বি. গমেজ।

স্মরণ সভায় স্মৃতিচারণ করেন আর্চবিশপ বিজয়, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি সাবেক রাষ্ট্রদূত ড. নিমচন্দ্র ভৌমিকসহ স্বর্গীয় হিউবার্ট গমেজের পরিবারবর্গ ও আত্মীয়স্বজন।

স্মৃতিচারণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রয়াত হিউবার্ট গমেজের নাতনী মোনা গমেজ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব জেমস্ সুব্রত হাজরা, ল²ীবাজার শাখার সেক্রেটারি ভিক্টর রে, এসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক জন অরুনেশ, এসোসিয়েশনের সদস্য মাইকেল বাড়ৈসহ আরো অনেকে।

এ দিন উপস্থিত সকলে প্রয়াতদের আত্মার কল্যাণ কামনা করেন এবং তাদের জীবনের আদর্শগুলো অনুসরণের আহ্বান জানান।