শিরোনাম :
১লা বৈশাখ চলে গেলেও ফুরায়নি আমেজ
১লা বৈশাখের আনুষ্ঠানিকতা চলে গেলেও, এখনো রয়েছে গেছে বৈশাখের নানা আয়োজন। এরই ধারায় গাজীপুর জেলার নাগরী ইউনিয়নের ভুরুলিয়া গ্রামে ‘প্রগতিসংঘ’ ২১শে এপ্রিল (শুক্রবার) পহেলা বৈশাখ উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করে।
সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার শুভ উদ্বোধন করেন নাগরী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম শিকদার।
এ সময় প্রগতি সংঘের সভাপতি লিনুস লিওনার্ড ক্রুশ বলেন, “এটি একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান এবং এই মেলাটি ১৫ বছর ধরে পহেলা বৈশাখে আয়োজন করা হয়। কিন্তু এবার খ্রিষ্টধর্মালম্বীদের পাস্কাপর্ব থাকার কারণে এই বৈশাখী মেলার আয়োজন করতে কিছুটা বিলম্বিত হয়েছে।
তিনি বলেন, ‘ভবিষ্যতে আরো বড় পরিসরে এই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সংঘের সাংস্কৃতিক সম্পাদক সাগর যোসেফ গমেজ বলেন, “এই আয়োজনের মধ্য দিয়ে ছোট বড় সবাই একত্রে মিলিত হওয়ার একটি সুন্দর সুযোগ পায়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেলাতে কিছু স্টলও চোখে পড়ে। সেখানে ছোট বড় সব বয়সীদের নানাধরণের জিনিস কিনতে ব্যস্ত থাকতে দেখা যায়।
শিশুদের মুখে বাঁশির আওয়াজ আর রমণীদের হাতের চুড়ির ঝন্ঝন শব্দে মুখরিত থাকে মেলা।
পাখি পিউরিফিকেশন মেলায় ছেলেমেয়ে নিয়ে বেড়াতে আসেন এবং তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান।
এছাড়াও ছোট বড় ছেলেমেয়েরা মেলায় জিনিস কিনতে আর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে ভিড় জমায়।
আরবি/আরপি/২২ এপ্রিল, ২০১৭