ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ১২ শ ৫০ কোটি টাকার বাজেট ঢাকা ক্রেডিটের

১২ শ ৫০ কোটি টাকার বাজেট ঢাকা ক্রেডিটের

0
966

ডিসি নিউজ, ঢাকা:
চৌষট্টি বছরের ইতিহাসে প্রথম নতুন আঙ্গিকে ঢাকা ক্রেডিটের বাজেট উপস্থাপনের প্রক্রিয়া আরম্ভ হয়েছে। মাঠ পর্যায় থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে ২০১৯-২০২০ আর্থিক বছরের প্রস্তাবিত ১২ শ ৫০ কোটি টাকার বাজেট উপস্থাপন করল সমিতির বারোটি প্রকল্প, সকল সেবাকেন্দ্র ও প্রধান কার্যালয়।
আজ ১৭ আগস্ট সমিতির বিকে গুড কনফারেন্স হলে সকল প্রকল্প ও সেবাকেন্দ্রের ম্যানেজার-ইনচার্জ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রতিনিধি সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রস্তাবিত বাজেট উপস্থাপন করে সেগুলোর ওপর পর্যালোচনা করা হয়।
সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের সভাপতিত্বে বাজেট উপস্থাপন সভার আয়োজন করা হয়। শুভেচ্ছা বক্তব্যে প্রেসিডেন্ট বলেন, ঢাকা ক্রেডিটে নতুন ধারায় করপোরেট কালচার শুরু হয়েছে। সঠিক লক্ষ্যে ও বিশেষ উচ্চতায় সমিতিকে নিয়ে যাওয়ার জন্যই এই পদ্ধতি শুরু হয়েছে।’ ব্যাখ্যা করে তিনি বলেন, পূর্বে ফাইন্যান্স কমিটির মাধ্যমে প্রস্তাবিত বাজেট বোর্ড সভায় আসলে তা পাস করে নেওয়া হতো। এখন মাঠ পর্যায় থেকে আসা মতামতের ভিত্তিতে বাজেট তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। এবার থেকেই এই নতুন এপ্রোচ শুরু হলো।
প্রেসিডেন্ট আরো বলেন, ‘এখন যেহেতু অনেক প্রকল্প শুরু হচ্ছে, অনেক প্রডাক্ট চালু হচ্ছে, সেগুলো সঠিকভাবে চলার জন্য প্রজ্ঞাপূর্ণ বাজেট প্রয়োজন। আজ যে প্রস্তাবিত বাজেট গ্রহণ করা হচ্ছে, তা যাচাই-বাছাই করে প্রর্যালোচনার মাধ্যমে যৌথ বোর্ড সভায় পাস করা হবে। সুচিন্তিত বাজেট প্রতিষ্ঠানকে নিয়ে যাবে বিশেষ উচ্চতায়।’ তিনি বলেন, বাজেট মনিটোরিং করার দায়িত্বও থাকবে সংশ্লিষ্ট সবার। স্বচ্ছতা ও জবাবদিহিতাই সমিতির সদস্যদের সর্বাধিক বেনিফিট নিয়ে আসবে।
উপস্থিত সবাইকে সফলতার স্বীকৃতি দিয়ে বলেন, ৬৪ বছর ধরে সমিতি সফলতার সাথে এগিয়ে চলছে, তার পিছনে অনেকের আত্মত্যাগ রয়েছে। প্রেসিডেন্ট সবাইকে এই স্পিরিট ধরে রাখার আহ্বান জানান।
প্রস্তাবিত বাজেটের বৈশিষ্টগুলোর মধ্যে ছিল মুনাফা জাতীয় আয়, মোট মুনাফা জাতীয় ব্যয়, মোট লাভ, প্রবৃদ্ধি, লক্ষ্যমাত্রা, প্রকৃত লাভ/ক্ষতি ও বাজেট বাস্তবায়নের প্রস্তাবনা।
সমিতির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, বোর্ড অব ডিরেক্টর রতন পিটার কোড়াইয়া, পাপিয়া রিবেরু, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জন গমেজ, সেক্রেটারি মানিক লরেন্স রোজারিও, সমিতির সিইও, এসিইও এবং সকল সিওসহ প্রকল্প-সেবাকেন্দ্র ও প্রধান কার্যালয়ের বিভাগীয় ম্যানেজার-ইনচার্জ।


প্রারম্ভিক প্রার্থনা করেন এডমিন এন্ড হিউম্যান রিসোর্স বিভাগের ম্যানেজার ডিউক সব্যসাচী এবং শেষ প্রার্থনা করেন সিও সুইটি সি পিউরীফিকেশন। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ।
উল্লেখ্য যে, ১৯৫৫ সালে আরম্ভ হওয়া ঢাকা ক্রেডিটের কর্মপরিধি ইতিমধ্যে ঢাকা, গাজীপুর, নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জে বিস্তৃত হয়েছে। পঁচাত্তরটি প্রডাক্ট ও প্রকল্পসেবাসহ সমিতির রয়েছে প্রায় ৪০ হাজার সদস্য। এর সম্পদ-পরিম্পদের পরিমাণ হয়েছে সাড়ে সাত শ কোটি টাকারও অধিক। সমিতিটি বাংলাদেশের সকল সমিতির অভিভাবক সমিতি হিসেবে অবদান রেখে চলেছে।
আরপি/এসসি/১৭/০৮/২০১৯

আরো পড়ুন:

চড়াখোলা তরুণ ছাত্র সংঘের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক পুরস্কার বিতরণী

তেজগাঁও গির্জায় জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা

খ্রিষ্টান মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার ১৫ আগস্টের স্মৃতিচারণ

প্রৈরিতিক সেবায় বাণী প্রচার বিষয়ে সিস্টারদের সেমিনার