ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ১৩ সেপ্টেম্বর মঠবাড়ীর ভাসানিয়ায় ভেলেংকিনী মা মারীয়ার পর্ব

১৩ সেপ্টেম্বর মঠবাড়ীর ভাসানিয়ায় ভেলেংকিনী মা মারীয়ার পর্ব

0
912

ডিসি নিউজ:

ঢাকা মহাধর্মপ্রদেশের গাজীপুরের মঠবাড়ীর সাধু আগষ্টিনের ধর্মপল্লীর অধীনস্থ ভাসানিয়া গ্রামে আরোগ্যদায়ীনি মা মারীয়ার পর্ব আগামী ১৩ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিগত ১৮ বছর ধরে ভাসানিয়ার খ্রিষ্টভক্তরা সাধু ফ্রান্সিস জেভিয়ারের উপাসনালয়ে এই পর্ব পালন করছেন।
ঢাকা কাথলিক মহাধর্মপ্রদেশে ধর্মপাল কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি পর্বীয় খ্রিষ্টযাগে পৌরহিত্য করবেন।
পর্বের আধ্যাত্মিক প্রস্তুতি হিসেবে নয় দিনের নভেনা এবং তিন দিনের বিশেষ প্রস্তুতি খ্রিষ্টযাগ এবং পাপস্বীকারের ব্যবস্থা রয়েছে।
পর্ব উদযাপন কমিটি বাংলাদেশের সকল খ্রিষ্টভক্তদের পর্বীয় খ্রিষ্টযাগে অংশগ্রহণ করে ভেলেংকিনী মা মারীয়ার বিশেষ আশীর্বাদ গ্রহণ করার আমন্ত্রণ জানিয়েছেন।
১৩ সেপ্টেম্বর, শুক্রবার পর্বীয় খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হবে সকাল ৯:৩০ মিনিটে।