ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ১৭তম ভাওয়াল আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগীতা- ২০১৭

১৭তম ভাওয়াল আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগীতা- ২০১৭

0
969

অনুষ্ঠিত হলো ভাওয়াল আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগীতা- ২০১৭।

১০-১১ আগস্ট গাজীপুর জেলার কালীগঞ্জ থানার তুমিলিয়া মিশনের সাধু মাইকেল অডিটোরিয়ামে ‘তুমিলিয়া খ্রিষ্টান ছাত্র কল্যাণ’ সংঘের আয়োজনে ১৭তম ভাওয়াল আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এর পাশাপাশি বর্ণাঢ্য আয়োজনে ছিল আবৃত্তি, গান, নৃত্য, জ্ঞান জিজ্ঞাসা, চিত্রাঙ্কন, হাতের লেখা, প্রবন্ধ প্রতিযোগীতা।

৩ টি দল বিতর্ক প্রতিযোগীতায় অংশ নেয় । বিষয় ছিল- “সৃজনশীল শিক্ষা ব্যবস্থা বর্তমান শিক্ষার গতিকে মন্থর করেছে।” পক্ষে ছিল তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয় ও সেন্ট নিকোলাস বালক উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে ছিল সেন্ট মেরীস গার্লস হাই স্কুল এন্ড কলেজ। বিচারকের দায়িত্বে ছিলেন সাউথ-ইস্ট ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের সদস্য মো. নাভিদ আঞ্জউম, মো. কাউসার আহমেদ ও মো. আল আমিন।

অংশগ্রহণকারী দলগুলোর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিচারকদের রায়ে বিজয়ী হয় সেন্ট মেরীস গার্লস হাই স্কুল এন্ড কলেজ। ১ম রানার আপ হয় তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয় ।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ’র ভারপ্রাপ্ত  ভাইস-চ্যান্সেলর ফাদার বেঞ্জামিন কস্তা সিএসসি, ফাদার আলবিন গমেজ, সিস্টার মেরী খ্রিষ্টিনা এসএমআরএ, ছাত্র কল্যাণ সংঘের প্রেসিডেন্ট প্রিন্স গমেজ।

আরবি/আরপি/১৩ আগস্ট, ২০১৭