শিরোনাম :
২০১৭ সালে আদিবাসীদের উপর মানবাধিকার লংঘনের ঘটনার পর্যালোচনা শীর্ষক আলোচনা সভা
আদিবাসী ছাএ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৩ ফেব্রুয়ারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ২০১৭ সালে আদিবাসীদের উপর মানবাধিকার লংঘনের ঘটনার পর্যালোচনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ২০১৭ সালে সংঘটিত মানবাধিকার লংঘনের ঘটনার মধ্যে- রাজশাহীর পবায় ৪০টি আদিবাসী পরিবার উচ্ছেদ আতঙ্কে, ২৮ নভেম্বর নাচোলে আদিবাসী মুক্তিযোদ্ধার উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা, ২৭ অক্টোবর জয়পুরহাটে আদিবাসীদের উপর হামলা, বাড়ী ভাংচুর এবং অগ্নিসংযোগ, ১৩ সেপ্টেম্বর গাইবান্ধায় সাঁওতালদের অবস্থান কর্মসূচিতে যোগদানরত আদিবাসীদের বার বার পুলিশি বাধা, ২৩ আগস্টে গোদাগাড়ীতে আদিবাসী তরুণীকে ধর্ষণের চেষ্টা, ০১ জুলাই সাতক্ষীরায় গবাদি পশুর সাথে মুন্ডা বৃদ্ধার একঘরে বাস, ২৩ আগষ্ট গোবিন্ধগঞ্জে সাঁওতাল তরুণীকে ধর্ষণের চেষ্টা , ২০১৪ সালের ২১ অক্টোবর থেকে চাঁপাইনবাবগঞ্জের টংপাড়ায় আদিবাসীদের উচ্ছেদের চেষ্টা , ১০ জুন দিনাজপুরে আদিবাসী নারী ধর্ষিত ও বাড়িঘরে অগ্নিসংযোগ, ০২ মে নাটোরে খাসজমি দখল নিতে ১৫টি আদিবাসী সিং পরিবার উচ্ছেদ করে প্রভাবশালীরা, ২৩ এপ্রিল তানোরে ষ্টুডিওতে ৮ম শ্রেণী পড়–য়া আদিবাসী ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ৪ এপ্রিল গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীর টিনের ঘরে অগ্নিসংযোগ, ০২ এপ্রিল গোদাগাড়ীতে সাঁওতালকে হিন্দু বানিয়ে পুকুর দখল, ১৯ এপ্রিল রাঙামাটিতে সেনাবাহিনীর নির্যাতনে চাকমা শিক্ষার্থীর মৃত্যু, সিরাজগঞ্জে আদিবাসী নারীকে কুপিয়ে জখম, ০৪ অক্টোবর দিনাজপুরে সাঁওতাল তরুণীকে অপহরণ করে ধর্মান্তরকরণ, ১১ জুন হবিগঞ্জে রবিদাস নারীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, ০২ জুন দিনাজপুরে বাকপ্রতিবন্ধী সাঁওতাল তরুণীকে ধর্ষণ, ০২ জুন লংদুতে দু’শো পাহাড়ি আদিবাসীদের বাড়িঘরে অগ্নিসংযোগ সহ বিভিন্ন ঘটনার লিখিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. আমিরুল ইসলাম (কনক)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার যুগ্ম আহবায়ক উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সাবেক সভাপতি বিভূতী ভূষণ মাহাতো, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক দীপন চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ.এম শাকিল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি ইন্দ্রজিত কুমার, বিপ্লবী ছাত্র মৈত্রী রাবি শাখার সভাপতি মনির, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলিপ পাহান, অর্থ সম্পাদক অনিল রবিদাস, নারী বিষয়ক সম্পাদক সান্তনা টপ্প্য, প্রকাশনা সম্পাদক বাসুদেব মাহাতো, সদস্য সুরতী সিং প্রমূখ। আলোচনা সভায় ২০১৭ সালে আদিবাসীদের উপর মানবাধিকার লংঘনের ঘটনার প্রতিবেদন পাঠ করেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক পলাশ পাহান।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে আদিবাসীদের মানবাধিকার লংঘনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এ বছরে সাম্প্রতিক রাঙামাটির বিলাইছড়িতে দুজন মারমা মেয়েকে সেনাবাহিনী কর্তৃক ধর্ষণ একটি আলোচিত ঘটনা। রাজশাহীর পবায় ৪০টি আদিবাসী উরাঁও পরিবার উচ্ছেদ আতংকে বসবাস করছে। এসকল ঘটনার শুষ্ঠু বিচার এবং সমাধান সরকার করতে পারছে না। এভাবে যদি আদিবাসীদের উপর অত্যাচার, নির্যাতন, হত্যা, অগ্নিসংযোগ চলতে থাকে তাহলে এদেশে আদিবাসীরা টিকে থাকবেনা। আদিবাসীদের উপর সকল নির্যাতন, অত্যাচার বন্ধ করতে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা। এছাড়াও সমতল আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান।
আরবি/আরপি/ ৫ ফেব্রুয়ারি, ২০১৮