ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ২৭ তম জাতীয় খ্রিষ্টান লেখক কর্মশালা অনুষ্ঠিত

২৭ তম জাতীয় খ্রিষ্টান লেখক কর্মশালা অনুষ্ঠিত

0
432

|| জয় ম্যাথিউজ রোজারিও ||

রাজধানী মোহম্মদপুর সিবিসিবি সেন্টারে ঢাকা এপিসকপাল যুব কমিশন কর্তৃক আয়োজিত হয় ২৭ তম জাতীয় খ্রিষ্টান লেখক কর্মশালা – ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

১১-১৩ আগস্ট অনুষ্ঠিত এই কর্মশালার মূলসুর ছিল, ‘বিশ্বাসের সঙ্গে পড়, আশার সঙ্গে লিখ এবং ভালোবাসার সঙ্গে কাজ কর।’

কর্মশালা বাংলাদেশের আটটি ধর্মপ্রদেশ থেকে মোট ৬৬ জন যুবক-যুবতি অংশগ্রহণ করেন।

প্রথম দিন বিভিন্ন স্থান থেকে যুবক-যুকতীরা সিবিসিবিতে উপস্থিত হতে থাকে। প্রার্থনার মধ্যে দিয়ে কর্মশালাটির সূচনা করা হয় । এর পরই ব্রাদার উজ্জ্বল প্লাসিড পেরেরা সিএসসি স্বাগত বক্তব্য রাখেন এবং কোর্স সম্পর্কে সকলকে ধারণা প্রদান করেন।

আরো পড়ুন: ভারতে জনপ্রিয় হয়েছে ভক্তজনগণ পরিচালিত সিসিআর টিভি চ্যানেল

উক্ত অধিবেশনে ‘খবর, রিপোর্ট, স্পট রিপোর্ট ও ফিচার লেখা, হাতে কলমে খবর লিখন,ফিচার/রিপোর্ট/সংবাদ উপস্থাপনা ও মূল্যায়ন’ বিষয়ে বক্তব্য প্রদান করেন সঞ্জয় দে, হেড অফ ডিজিটাল মিডিয়া, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন বাংলাদেশ। তিনি বক্তব্যে বলেন, ‘আমাদের চারপাশে যে সকল বিষয় সাধারণভাবে ঘটে তা খবর হয় না বরং যা সাধারণত ঘটে না তাই খবর হয়।’

তিনি আরও ধারণা দেন কীভাবে প্রতিবেদন লিখতে এবং তা উপস্থাপন করতে হয়। দিনের দ্বিতীয় অধিবেশনে ‘বাংলা কবিতার ক্রমবিকাশ, ছন্দ, মাত্রা ও বাংলা উচ্চারণ’ বিষয়ে বক্তব্য রাখেন সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক নির্মল সরকার।

তিনি বক্তব্যে আদি যুগে, মধ্য যুগে ও আধুনিক যুগে বাংলা ভাষার উচ্চারণ ও ছন্দ পরিবর্তন সম্পর্কে বলেন।

সন্ধা সাড়ে ৬টায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ফাদার ড. লিটন হিউবার্ট গমেজ সিএসসি।

দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে ‘শিশু সুরক্ষা ও নিরাপত্তা’ বিষয়ে ক্লাস পরিচালনা করেন ফাদার ড. লিটন।

তিনি তার পরিচালনায় বলেন, ‘শিশুদের প্রতি সহিংসতা, শোষণ ও নির্যাতন থেকে রক্ষা করা ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করাই হলো শিশু সুরক্ষা।’

তিনি আরও বলেন  ‘শিশুদের প্রতি আমাদের নেতিবাচক আচরণ পরিহার করতে হবে এবং আদর যত্ন দিয়ে তাদের গড়ে তুলতে হবে

ফাদার লিটনের অধিবেশন পরিচালনার পর সাপ্তাহিক প্রতিবেশী প্রকাশনীর চারজন কর্মকর্তা উক্ত কর্মশালায় উপস্থিত হন।

আরো পড়ুন: দেড় যুগেও সম্পন্ন হয়নি নওগাঁর আলফ্রেড সরেন হত্যার বিচার

তারা সকলে মিলে সাপ্তাহিক প্রতিবেশী, খ্রিষ্টীয় যোগাযোগ, বাণীদীপ্তি, রেডিও ভেরিতাস ও ভেরিতাস বাংলার ইতিহাস, কার্যক্রম, কর্মপরিধি ও এর বর্তমান অবস্থা সম্পর্কে সকলকে ধারণা দেন। তারা সাপ্তাহিক প্রতিবেশীর জন্য সকলের কাছে লেখার আহ্বান করেন।

এরপর অংশগ্রহণকারীদের পাঁচটি দলে ভাগ করে হাতে কলমে সংবাদ লেখার জন্য এক্সপ্রোজারে পাঠানো হয়। স্থান পরিদর্শনের পূর্বে ব্রাদার উজ্জ্বল সকলকে প্রতিবেদন লেখার বিষয়ে সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন।

‘বাংলা সাহিত্যের ক্রমবিকাশ ও ধারা এবং লেখকের দায়বদ্ধতা’ নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেন অতুল ফান্সিস সরকার, নিবার্হী পরিচালক, কারিতাস বাংলাদেশ।

তিনি সকলকে বলেন, সাহিত্য জীবনকে বাদ দিয়ে নয়, সাহিত্য মানেই জীবন এবং জীবনই সাহিত্য। তিনি সাহিত্য থেকে ধর্ম এবং ধর্ম থেকে সহিংসতার বিকাশ সর্ম্পকেও সকলকে ধারণা প্রদান করেন।

ফাদার প্যাট্রিক শিমন গমেজ, পরিচালক, পবিত্র আতড়বা উচ্চ সেমিনার খ্রিষ্টীয় সাহিত্য ও খ্রিষ্টীয় অনুবাদ সাহিত্য : বাইবেল পুস্তক লেখার ধারণা ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি বাইবেলের ইতিহাস ও অনুবাদকদের সম্পর্কে সকলকে ধারণা প্রদান করেন।

আরো পড়ুন: ময়মনসিংহে চাকরি দেওয়ার নাম করে খ্রিষ্টান গারো তরুণীকে ধর্ষণ চেষ্টা