শিরোনাম :
২৮ সেপ্টেম্বর থেকে নটর ডেম ন্যাচার স্টাডি ক্লাবের নবম ন্যাচার সামিট শুরু
আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর নটর ডেম কলেজের ন্যাচার স্টাডি ক্লাবের দুই দিনব্যাপী ‘নবম জাতীয় ন্যাচার সামিট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নটর ডেম ন্যাচার স্টাডি ক্লাব তাদের সদস্যদের পাশাপাশি দেশের সব শিক্ষার্থীর মধ্যে প্রকৃতি প্রীতি ও প্রকৃতির বিষয়ে সচেতনতা, ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি নিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে অষ্টম জাতীয় ন্যাচার সামিট ছিল ক্লাবটির অন্যতম উদ্যোগ।
এ বছর নবম জাতীয় ন্যাচার সামিট ও ফ্রেম অফ ড্রিমস : সিজন-২ নটর ডেম কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সামিটের মূল লক্ষ্য এদেশের তরুণ সমাজকে নিয়ে একটি সবুজ ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়া। এবারের উত্সবে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট ৫টি পর্বে শিক্ষার্থী ও তরুণরা অংশ নেবে। ‘ফ্রেম অফ ড্রিমস সিজন-২ তে থাকছে ফটো এক্রিবিশন, শর্ট ফ্লিম ও এক মিনিট ভিডিও।’