ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ০৮ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৫ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ৩রা জুন বানিয়ারচর ও ৫ জুন সুনীল গমেজ হত্যাকান্ড দিবস

৩রা জুন বানিয়ারচর ও ৫ জুন সুনীল গমেজ হত্যাকান্ড দিবস

0
320

আগামীকাল ৩রা জুন বানিয়ারচর হত্যাকান্ডের ২০তম বার্ষিকী। ২০০১ খ্রিস্টাব্দের এই দিনে গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানাধীন বানিয়ারচর ক্যাথলিক চার্চে সকাল বেলায় রবিবাসরীয় প্রার্থনা চলাকালে জঙ্গীগোষ্ঠির বোমা হামলায় ১০ জন নিরীহ-নিষ্পাপ যুবক প্রাণ হারিয়েছিল। এই নৃশংস হত্যাকান্ডের ২০ বৎসর পূর্ণ হলেও এখনো পর্যন্ত এই হত্যাকান্ড মামলার চার্চশীট দাখিল করা হয়নি- সুতরাং বিচার এখনো সুদূরপরাহত। গত ২০ বৎসরে কমপক্ষে ১৭ বার ইনভেস্টিগেশন অফিসার (আইও) পরিবর্তন করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রতি বৎসরই বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন-সহ অন্যান্য সংগঠন এই হত্যাকান্ডের বিচার দাবী করে আসছিল, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্ণকোহরে তা পৌছায়নি যা অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়।

সুনীল গমেজ

অপর দিকে গত ২০১৬ খ্রিস্টাব্দের ০৫ জুন নাটোর জেলার বরাইগ্রাম থানাধীন বনপাড়ায় জঙ্গিরা নিরীহ মুদি দোকানদার সুনীল গমেজকে নৃশংসভাবে হত্যা করেছিল। এই হত্যাকান্ডেরও এখনো সুষ্ঠু বিচার হয়নি।এ প্রেক্ষাপটে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া এতদিনেও এই হত্যাকান্ডের বিচার না হওয়ায় ক্ষোভ, অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এই নৃশংস হত্যাকান্ডের বিচার নিশ্চিত করার জন্য সরকারের নিকট জোর দাবী জানিয়েছেন। এই দুটি হত্যাকান্ডের স্মরণে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশ আগামী ০৫ জুন, ২০২১ খ্রিস্টাব্দে সন্ধ্যা ৬.০০ ঘটিকায় অনলাইনে (জুম অ্যাপে) এক স্মরণ ও প্রার্থনা সভার আয়োজন করেছে। এই স্মরণ ও প্রার্থনা সভায় সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। লিংক পরবর্তীতে জানানো হবে। প্রেস বিজ্ঞপ্তি।