ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ৫৬তম এজিএমের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান

৫৬তম এজিএমের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান

0
833

‘এবারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ছিল প্রাণবন্ত এবং উৎসবমুখর। এজিএম সফল করতে আপনারা সহযোগিতা করেছেন। সকল সহযোগিতার করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।’ ৫৬তম এজিএম শেষে ধন্যবাদ অনুষ্ঠানে বলেন বক্তারা।

১৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে ঢাকা ক্রেডিটের ৫৬তম এজিএমের ধন্যবাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও ডিরেক্টর পংকজ গিলবার্ট কস্তার সঞ্চালনায় এজিএমের সেচ্ছাসেবক, উপদেষ্টা ও ঢাকা ক্রেডিটের অন্যান্য উপ-কমিটির সদস্যগণ অংশগ্রহণকারী হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

05অনুষ্ঠানে বক্তারা বলেন, এজিএম সফলভাবে সম্পন্ন হয়েছে। যদিও একটি মহল এজিএম বানচাল করার চেষ্টা করেছিল, তারা সেই নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারেনি। আপনাদের সমর্থন এবং সহযোগিতায় আমরা সকল প্রকার বাধা অতিক্রম করতে পেরেছি। ক্ষমতার দ্বন্দ্বে সমাজের শান্তি ও ঐক্যকে বিসর্জন দেওয়া যায় না। সেক্ষেত্রে আপনাদের অবদান ছিল। অসত্য ও নেতিবাচক বিষয় সততা ও ঐক্যবদ্ধতার ওপর জয় হতে পারে না। কারণ ‘ক্রেডিট ইউনিয়নে অসৎ লোকের কোনো স্থান নেই।’
তারা আরো বলেন, যে যত ষড়যন্ত্রই করুক না কেন, কোনো বিভ্রান্তিকর প্রচারণা করে ক্রেডিটের অগ্রযাত্রা ব্যহত করা যায় না; কারণ, বর্তমানযুগের সদস্যগণ সকল বিষয়ে সচেতন।

অনুষ্ঠানে ক্রেডিটের উপদেষ্টাগণ, বিভিন্ন উপ-কমিটির সদস্য ও অনেক শুভানুধ্যায়ী বর্তমান কার্যকরী পরিষদের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

03প্রসঙ্গত, ১১ নভেম্বর, শুক্রবার, সকাল সাড়ে দশটায়, তেজগাঁও বটমলী হোম অর্ফানেজ টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে ঢাকা ক্রেডিটের ৫৬তম বার্ষিক সাধারণ সভা- ২০১৬ (এজিএম) অনুষ্ঠিত হয়। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে প্রধান অতিথি হিসেবে নবঘোষিত কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোজাম্মেল হোসেন পলাশ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশনসহ আরো অনেকে। এজিএমে প্রায় ২৪ হাজার সদস্য অংগ্রহণ করে ॥

আরবি/আরপি/১৬ নভেম্বর, ২০১৬