ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ৫ বছরেও হয়নি সুনীল গমেজ হত্যার বিচার, বিচার দাবি সকলের

৫ বছরেও হয়নি সুনীল গমেজ হত্যার বিচার, বিচার দাবি সকলের

0
388

ডিসিনিউজ ।। ডেক্স

৫ বছরেও হয়নি সুনীল গমেজ হত্যার বিচার। বিচারের দাবিতে সোচ্চার বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনসহ বিভিন্ন স্তরের মানুষ।

আজ বনপাড়ায় নিহত সুনীল গমেজের (৭২) ৫ম মৃত্যুবার্ষিকী। ৫ জুন ২০১৬ সালে তিনি জঙ্গিদের হাতে নিহত হন। হত্যার দিন রোববার গির্জায় পবিত্র খ্রিষ্টযাগে অংশ নিয়েছিলেন নাটোরের বড়াইগ্রামের বনপাড়ার সুনীল গমেজ। গির্জা থেকে বের হয়ে বনপাড়া বাজার থেকে সবজি কিনে বাড়ি ফিরেন। দুপুরের দিকে বসে ছিলেন নিজের বাড়ির সামনে তার মুদি দোকানে। সুনশান নীরবতা ছিলো। তিনজন মোটর সাইকেলধারী সুনীলকে নিষ্ঠুরভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার কিছুক্ষণ পরই আন্তর্জাতিক জঙ্গিসংগঠন আইএস সুনীল গমেজ হত্যার দায় স্বীকার করে।

তখন নিরীহ সুনীল গমেজ হত্যার প্রতিবাদে খ্রিষ্টান ও সংখ্যালঘু সম্পদায় বিক্ষোভ প্রকাশ করে বিচার দাবি করে। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন পাঁচ বছর ধরে সুনীল গমেজ হত্যার বিচার দাবি জানিয়ে আসছে। এসোসিয়েশন প্রতি বছর এই দিনে বিক্ষোভ সমাবেশ করে নিরিহ সুনীল গমেজ হত্যার সঠিক তদন্ত ও বিচার দাবি করছে।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া আজ এক যৌথবিবৃতিতে বলেন, ‘ধর্মের কারণে মারা যাওয়া সুনীল গমেজ হত্যার তীব্র প্রতিবাদ ও বিচার দাবি করে আসছি পাঁচ বছর ধরে। এভাবে যেন কেউ এই দেশে ধর্মের কারণে আর প্রাণ না হারায়। দোষীদের যারা এখনো পলাতক রয়েছে, আমরা তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।’

এ ছাড়াও বিচার দাবি করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন ও অঙ্গসংগঠন।

নাটোরের ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই সুনীল গমেজে হত্যাকান্ডের অভিযোগপত্র দাখিল করেন ২০১৭ সনের ১৫ নভেম্বর । একই বছর গাইবান্ধা থেকে ৩ এপ্রিল ঢাকার গুলশান হলি আর্টিজান রেস্তোরায় হামলার অন্যতম পরিকল্পনাকারী রাজীব গান্ধীকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউটিন গ্রেফতার করে। রাজীব গান্ধী প্রাথমিক স্বীকার করে যে গুলশান হলি আর্টিজানের হামলাকারীরাই সুনীল গমেজকে হত্যা করেছে। আব্দুল হাই জানিয়েছিলেন সুনীল গমেজ হত্যাকান্ডে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়া হয়। তাদের মধ্যে ৭ জন বন্ধুক যুদ্ধে মারা গেছেন, রাজীব গান্ধী আটক আছে ও বাকি তিন জন আসামি এখনো পলাতক আছে।’

উল্লেখ্য, ৩ জুন ছিল বানিয়ারচর গির্জায় বোমা হামলা ও হত্যাকান্ড দিবস। ২০০১ সালের এই দিনে বানিয়ারচর গির্জায় নৃশংস বোমা হামলা চালিয়ে ১০জন হত্যাসহ ২৬জনকে আহত করে জঙ্গিবাহিনী। কিন্তু এত বছর পরও সেই ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত, চার্জসিট দাখিল ও বিচার হয়নি। প্রতি বছর বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন এই ঘটনার বিচার চেয়ে আসছে। আজ (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৫টায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বানিয়ারচর বোমা হামলায় নিহতদের আত্মার কল্যাণ কামনায় প্রার্থনা ও স্মৃতিচারণ সভার আয়োজন করেছে। Zoom Meeting-এর মাধ্যমে এখানে অংশগ্রহণ করতে পারবেন যে কেউ। Meeting ID: 946 669 8454 এবং Pass code: 516752