শিরোনাম :
৭৬তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসে কালব’র প্রতিষ্ঠাকালীণ সমিতিসমূহকে সম্মাননা প্রদান
ডিসিনিউজবিডি।। ঢাকা
‘সমবায় অর্থায়নে একবিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৭৬তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৪ উদযাপনের মুহুর্তে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর প্রতিষ্ঠাকালীন সমবায় সমিতিসমূহকে সম্মাননা প্রদান করেছে প্রতিষ্ঠানটি।
১৭ অক্টোবর, কালব এর প্রধান কার্যালয়ের চার্লস ইয়াং ভবন হল রুমে ৭৬তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালব এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন।
অনুষ্ঠানে কৃতজ্ঞতার সাথে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর অবদানকে স্বরণ করা হয়। ১৯৭৯ সালের নভেম্বর মাসের ১৪ জানুয়ারী, ঢাকা ক্রেডিটের শিক্ষা ফন্ডের অর্থ দিয়ে কালব গঠিত হয়। ১৯৮৬ সালের ৩ এপ্রিল কালব সমবায় অধিদপ্তরের নিবন্ধন লাভ করে।
অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটসহ কালব এর প্রতিষ্ঠাকালীন ১১ টি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নকে সম্মাননা প্রদান করা হয়। ঢাকা ক্রেডিট কালব এর ১নং সদস্য সমিতি।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও সেক্রেটারী মাইকেল জন গমেজ প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন।
কোড়াইয়া এই সময়ে পূর্বপুরুষেরা যাদের হাত ধরে কলব গঠিত হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, “আমাদের ক্রেডিট নেতৃবৃন্দের যে ভালো কাজ ও দরিদ্র বিমোচনে যে ভুমিকা সেটা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। কিন্তু তাদের যে অবদান সেটাকে আমরা তুলে ধরতে পারছি না।”
দারিদ্র বিমোচনে ও অন্যান্য খাতে ক্রেডিট ইউনিয়নসমূহের ভূমিকা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, “ঢাকা ক্রেডিট ডিভাইন মার্সি হাসপাতাল ও ডিভাইন মার্সি নার্সিং ইনস্টিটিউট নির্মান করেছে এবং সেগুলো এখন কার্যক্রমের মধ্যে রয়েছে, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আমরা দ্রæত মেডিক্যাল কলেজ স্থাপন করবো যেখানে পড়াশোনা করে আমাদের সন্তানেরা অল্প খরচে ডাক্তার হবেন, মানুষের সেবা করবে।”
একই সাথে সমবায় সমিতিসমূহের উপর সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন ধরণের ভ্যাট, ট্যাক্স চাপিয়ে দেয়া হচ্ছে সেটার সমালোচনা করে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸন জানান ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট।
প্রতিষ্ঠাকালীন ১১ টি সমবায় সমিতি থেকে দেশের ৬৩টি জেলায় কালব’র বর্তমান সদস্য সমিতি সংখ্যা প্রায় ১৪০০ এবং এর সম্মিলিত মূলধনের পরিমান প্রায় ১০ হাজার কোটি টাকা।
সদস্য সমিতির পরিচালনা পরিষদ ও স্টাফদের বিভিন্ন ট্রেনিং প্রদান, সরকারি ভাবে অডিট কার্যক্রম পরিচালনা, সদস্যদের অর্থ গ্রহণ করে বিভিন্ন ভাবে সেগুলোকে বিনিয়োগ, সমিতিগুলোকে ঋণ প্রদানসহ বিভিন্ন ধরণের কাজ কলব আস্থার সাথে করে যাচ্ছে।
কালব এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন তার শুভেচ্ছা বক্তব্যের শুরুতেই প্রতিষ্ঠানিক সদস্য সমিতিগুলোকে বিশেষ ভাবে ঢাকা ক্রেডিটকে কালব প্রতিষ্ঠায় অর্থদিয়ে অগ্রনী ভুমিকা রাখায় ধন্যবাদ ও কৃতজ্ঞা জানান। একই সাথে তিনি কারিতাস বাংলাদেশকে স্মরণ ও ধন্যবাদ জানান কারণ কালব এর শুরুর দিকে অফিস ও অবকাঠামো ব্যবহার করতে দিয়ে কালবকে সহায়তা করেছে কারিতাস বাংলাদেশ।
“ঢাকা ক্রেডিটের তৎকালীন সময়ে যে মহান কাজ যার শিক্ষা ফান্ডের অর্থ দিয়ে কালব গঠিত হয়েছিল বলেই আজকে এতো সম্পদের মালিক কালব হতে পেরেছে এবং আমাদের অনেকেরই এখানে কাজ করার সুযোগ হযেছে। তাই আমি শ্রদ্ধাভরে প্রতিষ্ঠাকালিন সমিতিসমূহকে ধন্যবাদ জানাই।” বলেন পিউরীফিকেশন