শিরোনাম :
হাসনাবাদ ক্রেডিটের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ
ডিসিনিউজ || হাসনাবাদ
হাসনাবাদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (হাসনাবাদ ক্রেডিট) এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১২ মার্চ, হাসনাবাদ ধর্মপল্লীর আর্চবিশপ টি. এ. গাঙ্গুলী মেমোরিয়াল হলে সমিতির নবনির্বাচিত চেয়ারম্যান নিকোলাস রাজু কোড়াইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসনাবাদ ক্রেডিটের চ্যাপলেইন ও স্থানীয় পাল-পুরোহিত ফাদার স্যানিসলাস গমেজ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, বন্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ব্রাদার আলবার্ট রত্ন সিএসসি, সেন্ট ইউফ্রেজী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার মেবেল কস্তা, নবাবগঞ্জের সমবায় কর্মকর্তা আব্দুর রহিম।
হাসনাবাদ ক্রেডিটের চ্যাপলেইন ও স্থানীয় পাল-পুরোহিত ফাদার স্যানিসলাস গমেজ শপথগ্রহণ অনুষ্ঠানে বলেন, ‘সমিতি পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে, তাহলে সমিতির কার্যক্রম ভালো চলবে। ধর্মপল্লীর পক্ষ থেকে আমরা হাসনাবাদ ক্রেডিটকে সব সময় সহযোগিতা করি এবং ভবিষ্যতেও সহযোগিতা করবো।’
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা নতুন ব্যবস্থাপনা কমিটিকে অভিনন্দন জানান। তিনি বলেন, হাসনাবাদ ক্রেডিট নেতৃত্বের ধারাবাহিকতা রয়েছে। এটা ইতিবাচক বিষয়।
তিনি আরো বলেন, ‘আমার পরামর্শ সমিতিগুলোতে সুশাসন প্রতিষ্ঠা করা। হাসনাবাদ ক্রেডিটের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে দেখলাম, আঠারগ্রামের অন্যান্য সমিতিগুলোও এসেছে। এটাও ইতিবাচক।’
তিনি ঋণখেলাপি রোধে সকল সমিতিগুলোকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
নবাবগঞ্জের সমবায় কর্মকর্তা আব্দুর রহিম নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির প্রতি আহ্বান করেন, সৎ কাজ করলে আর কেউ দেখুন আর না দেখুক, স্বয়ং ঈশ^র দেখেন। তাই আমি সৎভাবে সমিতি পরিচালনা করার জন্য অনুরোধ করি।
দি সেন্ট্রোল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেড-এর ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা বলেন, ‘আমরা চাই সমাজে যে সমস্যা রয়েছে, সমিতিগুলোর পারস্পরিক সহযোগিতায় করে তা দূর করতে।’ তিনি নারী নেতৃত্বের প্রশংসা করে বলেন, আঠারগ্রামের নারীরা সমবায়ে নেতৃত্বে তুলনামূলক এগিয়ে আছেন। এটি আশাব্যঞ্জক।’
সেন্ট ইউফ্রেজী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার মেবেল কস্তা সমিতির শুরুর সদস্যদের কথা স্মরণ করে বলেন, ‘আমি দেখেছি এই এলাকায় আমাদের মায়েরা মুরগির ডিম বিক্রি করে এই সমিতিতে সঞ্চয় জমা দিয়েছেন। সমিতি তিলে তিলে গড়ে তুলেছেন। সমিতি এখন অনেক বড় হয়েছে। আসুন আমরা সকলে মিলে লক্ষ্য ঠিক রেখে এই সমিতি সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।
বন্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ব্রাদার আলবার্ট রত্ন সিএসসি উল্লেখ করেন আমার এই বোর্ডকে পরামর্শ তারা এমনভাবে সেবা দিবেন যেন তারা ভবিষ্যতে আবারও নির্বাচিত হতে পারেন।
হাসনাবাদ ক্রেডিটের বিদায়ী চেয়ারম্যান সেলেষ্টিন রোজারিও জানান, হাসনাবাদ ক্রেডিট নারীদের বিউটিফিকেশন প্রশিক্ষণ, বেকার ছেলেদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করতে যাচ্ছে। এই পর্যন্ত ৫৮ জন নারী প্রশিক্ষণ গ্রহণের জন্য আবেদন করেছেন। এপ্রিল মাস থেকে শুরু হতে যাচ্ছে ছেলেদের জন্য কারিগরি প্রশিক্ষণ।
হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান রতন হিউবার্ট পিউরীফিকেশন বলেন, যারা আজ শপথ নিচ্ছেন নতুন উদ্যমে তারা সমিতিকে এগিয়ে নিয়ে যাবেন। হাউজিং সোসাইটির পক্ষে সহযোগিতা লাগলে সহযোগিতা করবো।
শোলপুর খ্রীষ্টান ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান সজল যোসেফ পিরিচ বলেন, হাসনাবাদ ক্রেডিট আঠারগ্রামের বিভিন্ন সমিতির প্রতিনিধিগণকে নিমন্ত্রণ জানিয়েছে। এতে ভ্রাতৃত্ব বৃদ্ধি পাবে। এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
হাসনাবাদ ক্রেডিটের প্রাক্তন চেয়ারম্যান কিশোর গমেজ ঠাকুর অনুষ্ঠানে বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ আসবে সেগুলো অতিক্রম করার মন-মনসিকতা নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির থাকতে হবে।
আরো বক্তব্য রাখেন আঠারগ্রাম ক্রেডিটের প্রেসিডেন্ট জন পিরিচ, স্থানীয় সহকারী পাল-পুরোহিত ফাদার শিশির কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়া প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সেক্রেটারি প্রীতি আঞ্জেলা গমেজ।
প্রসঙ্গত, একইদিন হাসনাবাদের সাতজন গুণী নারীকে সমিতির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন হাসনাবাদ ক্রেডিটের ভাইস চেয়ারম্যান জন রক্সি গমেজ।