ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ স্বল্প মূল্যে ভাল চিকিৎসা নিয়ে আসছে সেন্ট জন ভিয়ানী হাসপাতাল

স্বল্প মূল্যে ভাল চিকিৎসা নিয়ে আসছে সেন্ট জন ভিয়ানী হাসপাতাল

0
2357

|| সুমন কোড়াইয়া || ডিসি নিউজ ||
ঢাকা কাথলিক মহাধর্মপ্রদেশের উদ্যোগে সেন্ট জন ভিয়ানী হাসপাতালের যাত্রা শুরু হবে ১ নভেম্বর থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এমপি ও কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওসহ গণ্যমান্য অতিথিদের উপস্থিতিতে ওইদিন সকাল সাড়ে দশটায় ৯ হলি ক্রস কলেজ রোডে এই হাসপাতালের উদ্বোধন হবে।
হাসপাতালের নির্বাহী পরিচালক ফাদার কমল কোড়াইয়া ডিসি নিউজকে আজ বলেন, ‘মাদার তেরেজা যেমন দরদ ও ভালবাসা দিয়ে রোগীদের সেবা দিয়েছেন, এই হাসপাতালেও তেমনি দরদ ও ভালবাসা দিয়ে ডাক্তার-নার্সগণ রোগীদের সেবা করবেন।’
তিনি জানান হাসপাতালটি পরিচালিত হবে ফাদার-সিস্টারদের দ্বারা। ঢাকা শহরে মিশনারীদের দ্বারা পরিচালিত এটি হবে প্রথম হাসপাতাল যেখানে জাতি-ধর্ম-বর্ণ সব ধরনের মানুষ স্বাস্থ্য সেবা পাবেন।
ফাদার কমল বলেন, ‘ঢাকায় মিশনারী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তবে স্বাস্থ্য খাতে সেবা দেওয়ার জন্য কোন হাসপাতাল নাই- সেই চিন্তা থেকেই হাসপাতাল প্রতিষ্ঠা করার চিন্তা।’
‘প্রাথমিকভাবে ল্যাব, ফিজিও থেরাপি, জরুরী বিভাগ, মাইনর ওটি, সিজারিয়ান ওটি, বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার থাকবে- যেখানে মানুষ স্বল্প মূলে ভাল মানের সেবা পাবেন’ যোগ করে বলেন ফাদার কমল।
তিনি আরো বলেন, ‘হাসপাতাল থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন যেন মানুষ সেবা নিতে এসে বুঝতে পারে আসলেই এই হাসাপাতাল সেবার জন্য। ডাক্তার নার্স সবার মনোভাব থাকবে সেবা করার। আমরা সেভাবেই ডাক্তার নার্সদের মটিভেশন দিয়ে নিয়োগ দিচ্ছি। দেশে চিকিৎসা খাতে যে সব শূন্যতা রয়েছে, সেগুলো পূরণ করতেই আমাদের হাসপাতাল কাজ করবে।’
তিনি মনে করেন, যারা চিকিৎসা করতে হিসসিম খান সেসব নিম্ন বিত্ত ও মধ্য বিত্তদের জন্য উপকার আসবে এই হাসপাতাল।
তিনি জানান, ১লা নভেম্বর দুপুরের পর থেকে রোগীরা সেবা পাবেন হাসপাতাল থেকে।
কাথলিক ডিরেক্টরীর হিসাব মতে, দেশে কাথলিকদের দ্বারা পরিচালিত হাসপাতাল, ক্লিনিক ও ডিসপেনসারী রয়েছে ৭৫টি।