ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

0
393

ডিসিনিউজ:
ঢাকা ক্রেডিটের মার্কেটিং বিভাগের উদ্যোগে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
আজ (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ভাটারা থানার নদ্দায় ঢাকা ক্রেডিটের স্কুলের ক্যাম্পাসে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন ডাক্তার মোহাম্মদ আল-আমিন এমবিবিএস।
প্রায় দুইশত শিক্ষার্থীর শারীরিক গঠন ও উচ্চতার পরিমাপ, পরীক্ষার করা পরে ডাক্তার আল-আমিন ডিসিনিউজকে বলেন, শিক্ষার্থীদের শারীরিক গঠন অনেক ভালো। কিন্তু কিছু কিছু শিক্ষার্থীরা শাক-সবজি খায় না এবং বেশি পরিমাণে জাংক ফুড (ফাস্ট ফুড) খায়। যার এই বয়সের শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। আবার অনেক শিক্ষার্থীরা সকালে খায় না, এটা অনেক বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে পরবর্তীতে। এই জন্য পরিবারে পিতা-মাতার সচেতন হতে হবে। স্কুলের শিক্ষকদের শিক্ষার্থীদের বেশি বেশি শাক-সবজি খাওয়ার উপকারিতা কথা বলতে হবে।
ডাক্তার প্রতিবছর এই স্বাস্থ্য সেবা আয়োজন করার পরামর্শ রাখেন শিক্ষার্থীদের সুস্থ থাকার জন্য।

স্কুল কমিটির আহ্বায়ক এবং ঢাকা সুপারভাইজরি কমিটির সেক্রেটারি মানিক লরেন্স রোজারিও বলেন, ঢাকা ক্রেডিট সদস্যদের ঋণ প্রদানের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের যাত্রা শুরু হয়েছে। সেই সাথে সদস্যদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য একজন পুরুষ এবং একজন মহিলা ডাক্তার রয়েছে। ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষার্থীদের শিক্ষার পাশাপশি মানসিক এবং শারীরিক বিকাশ সঠিকভাবে হচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্য স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীর পিতা-মাতা যেন বুঝতে পারেন তাদের সন্তানের শারীরিক বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে কিনা। ভবিষ্যতেও এই স্বাস্থ্য সেবা প্রদান অব্যাহত থাকবে। এই স্বাস্থ্য সেবা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন, এ বছর শুরু হয়েছে হেলথ ক্যাম্পেইন, আগামীতেও এই কার্যক্রম চলবে।
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের প্রধান শিক্ষক আনন্দ চৌধুরী বলেন, আমরা এই হেলথ ক্যাম্পেইন করেছি যেন শিক্ষার্থীরা জানতে পারে তাদের কোন শারীরিক সমস্যা আছে কিনা। শিক্ষার্থীরা যেন তাদের স্বাস্থ্য সম্পর্কে আরো সচেতন হতে পারে। আমরা মনে করি এটাও একটি শিক্ষার অংশ।
ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে প্রতিদিন বিকাল ৫টায় ডাক্তার বসেন। সেখানে একশত টাকার বিনিময়ে আপনারও এই স্বাস্থ সেবা গ্রহণ করতে পারেন।

[wp1s id=”10073″]