ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ফিচার সফল আদিবাসী ব্যবসায়ী বিমল কুবি

সফল আদিবাসী ব্যবসায়ী বিমল কুবি

0
731

সুবর্ণ পাথাং ॥ শ্রীমঙ্গল

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নাসিমাবাদ চা বাগান। যোগাযোগ ব্যবস্হা ভালো নেই। এখানেই জন্ম গ্রহন করেন বিমল কুবি। ব্যক্তিগত জীবনে স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে সুখেই আছেন।

ছোটবেলায় অভাবের তারনায় পড়াশোনা তেমন হয়নি। তবে ব্যবসার হাল ঠিকই ভালো ভাবে ধরতে পেরেছেন। প্রায় ২০ বছর ব্যবসার সাথে জড়িত আছেন। বিমল কুবি বলেন সারা বছর ঋতু কিংবা মৌসুম বুঝে নানা রকম ব্যবসা করেন। তবে প্রধান ব্যবসা গুলো হলো চাউল-আটা ব্যবসা, মাছ বিক্রির ব্যবসা, নিজের বাড়িতে রাইস মিলের ব্যবসা ও জমি চাষের ব্যবসা। এই সব ব্যবসায় উৎসাহ-উদ্দিপনা প্রদান করেন তার স্ত্রী শ্যামলী থিগিদী। তিনি বলেন নিজের স্ত্রী যদি কাছে না থাকতো কিংবা সাহায্য সহযোগীতা না করতো তাহলে এই ব্যবসাগুলো ঠিকিয়ে রাখা সম্বব হতো না।

এদিকে তার কাস্টমারা অনেকে বলেন বিমল জিনিসের দামগুলো কম রাখেন এবং যখন হাতে টাকা থাকে না তখন অনেক মাল বাকিতেও দিয়ে থাকেন।

এদিকে এই ব্যবসার সাথে আরো বড় অবদান মনে করেন ক্রেডিট ইউনিয়নকে। শ্রীমঙ্গলের সেন্ট যোসেফ ক্রেডিট ইউনিয়নের সদস্য ছাড়া তিনি আর কোথাও কোন একাউন্ট খুলেননি। তিনি বলেন আমার বইসহ স্ত্রী ও ছেলের নামে তিনটি বই থেকে সবসময় ঋন গ্রহন করি। প্রতি মাসে ৯-১০লাখ টাকার মত লেনদেন করি। বছরে প্রায় ৫০লাখের বেশি ঋন গ্রহন করি। যা সব টাকা সঠিক সময়ের আগেই পরিশোধ করি।

সেন্ট যোসেফ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ডমিনিক সরকার রনি বলেন তিনি মূল্যত ব্যবসার উদ্দেশে ঋণ নিয়ে সঠিক সময়ে ঋণ গ্রহন করে সুদ করছে। তিনি আরো বলেন তাকে দেখে যাতে অন্যান্য সদস্যরা অনুপ্রানিত হয় এই আমাদের প্রত্যাশা।

 বিমল কুবি ভবিষ্যতে সামনের দিকে স্বপ্ন দেখছেন যেহেতু বাগান-গ্রামে সামনের দিকে বিদ্যুৎ আসার সম্ভাবনা বেশি। এই সুবাধে তিনি ইলেকট্রনিক্স পন্য ব্যবসা করবেন। যেমন ফ্যান, লাইট, টিভি, ফ্রিজসহ নানা পণ্য।