ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ দি মারমা অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের অভাবনীয় সাফল্য

দি মারমা অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের অভাবনীয় সাফল্য

0
845

ম্যাগডেলিন ডি’সিলভা ।। চট্টগ্রাম

২০১৪ খ্রিঃ ২রা আগষ্ট মাত্র ৩২০ টাকা মূলধন আর ১১/১২জন উদ্যমী সদস্য নিয়ে অর্থনৈতিক উন্নয়নের  যাত্রা শুরু করেছিল দি মারমা  অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন।

খাগড়াছড়ির পার্ব্ত্য জেলার মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল নামক একটি গ্রামে ক্রেডিট ইউনিয়নটির অবস্থান।

আগষ্ট, ২০১৪ থেকে ২০১৯ এই ৫ বছরে মূলধন দাঁড়িয়েছে ৯০লক্ষেরও অধিক  আর সদস্য সংখ্যা  ১১,০০০।

দি মারমা  কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মিঃ সুইচিং প্রু মারমা এবং আরও কয়েকজন স্থানীয় সমবায়ী মনোভাবের মানুষের যোগ্য নেতৃত্ব, সততা ও অক্লান্ত পরিশ্রমের ফলে আজ এ ক্রেডিট ইউনিয়নটি 

খাগড়াছড়ি পার্ব্ত্য জেলার অন্যতম শ্রেষ্ঠ ক্রেডিট ইউনিয়নে পরিনত হয়েছে।

মিঃ সুইচিং প্রু  মারমা বলেন,  পরিচালনা পরিষদের প্রতি  সদস্যদের আস্থা ও আন্তরিকতার ফলেই মাত্র ৫ বছরে ৯০লক্ষেরও অধিক মূলধন অর্জিত হয়েছে। ঋন ৭০ লক্ষ টাকা। ২০২০ সালের শুরুতে  দি মারমা  কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের মূলধন ১ কোটি টাকায় উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। তাছাড়া ক্রেডিট ইউনিয়নের কার্যক্রম আরও তিনটি উপজেলায় সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে তাদের।

উক্ত ক্রেডিট ইউনিয়নে কর্মী রয়েছে ৬জন। ইদানিং কর্মীদের কাজের গতিশীলতা বৃদ্ধির জন্য ২টি মোটর সাইকেল কেনা হয়েছে।

উল্লেখ্য, আদিবাসী জনগোষ্ঠি এমনিতেই মূল জনগোষ্ঠির তুলনায়  পিছিয়ে রয়েছে, তার উপর তাদের মধ্যে  সঞ্চয়ী মনোভাব কম। উক্ত ক্রেডিট ইউনিয়ন তাদের অর্থনৈতিক উন্নয়নের প্ল্যাটফর্ম বলে মনে করেন সদস্যগণ।