শিরোনাম :
ঢাকা ক্রেডিটের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও
|| ডিসিনিউজ ||
ঢাকা ক্রেডিটের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন লিটন টমাস রোজারিও। ২০১৬ খ্রিষ্টাব্দ হতে সমিতিতে সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসা মি. রোজারিও বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্টু খৃষ্টফার গমেজের স্থলাভিষিক্ত হবেন। তিনি ১লা নভেম্বর থেকে এই দায়িত্ব পালন করবেন।
ছাত্র জীবন হতেই আত্ম-নির্ভরশীল, পরিশ্রমী, মেধাবী এবং সৃষ্টিশীল মি. রোজারিও ২০০২ খ্রিষ্টাব্দের মার্চ মাসে জুনিয়র অফিসার হিসাবে ঢাকা ক্রেডিটের একাউন্টস্ এন্ড ফিন্যান্স বিভাগে যোগদান করেন এবং ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে ২০১০ খ্রিষ্টাব্দে বিভাগীয় প্রধানের দায়িত্ব পান। ২০১৩ খ্রিষ্টাব্দ হতে ২০১৬ খ্রিষ্টাব্দ সময়কালে তিনি হিসাব বিভাগ, আইসিটি এবং রিয়েল এসস্টেট সহ সমিতির প্রায় সকল গুরুত্বপূর্ণ বিভাগ ও প্রকল্পে চীফ অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। সমিতির সমসাময়িক সকল নতুন প্রকল্প ও বিভাগ বাস্তবায়নের ক্ষেত্রেও তিনি ঊর্ধ্বতন কর্মীহিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
১৯৯৯ খ্রিষ্টাব্দে গাড়ারিয়া বহুমূখী সমবায় সমিতি লি: এর প্রতিষ্ঠাতা, সমবায় সংগঠক মি. রোজারিও সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়, নটর ডেম কলেজ এবং সরকারি তিতুমির কলেজ হতে সুনাম ও সাফল্যের সাথে পড়াশুনা শেষ করে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে মাস্টাস ইন বিজনেস এডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেন। সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহনের মধ্যদিয়ে পেশাগত উৎকর্ষতা অর্জনের জন্য সচেষ্ট ও উদ্যোমি মি. রোজারিও ঢাকা ক্রেডিটের ৬ শ কর্মীর পেশাদার টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে অবসরে গেলেন ৩১ বছর সেবাদানকারী লিন্টু সি গমেজ। ডিসিনিউজের পক্ষে লিন্টু খৃষ্টফার গমেজকে কৃতজ্ঞতা ও নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিওকে অভিনন্দন।
আরো পড়ুন
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে হ্যালুইন দিবস পালন (ছবি)