শিরোনাম :
দি ক্রিয়েটিভ কালচারাল গ্রুপ নিয়ে জুলিয়েটের জয়যাত্রা
ম্যাগডেলিন ডি’সিলভা ।। চট্ট্রগাম
জুলিয়েট জোন টসকানো। চট্টগ্রাম আর্চ ডায়োসিসের অধীন পাথরঘাটায় তার জন্ম। স্কুল কলেজের গন্ডি পেরিয়ে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করে এখন শিক্ষানবীশ আইনজীবী হিসেবে চট্টগ্রাম আদালতে প্রাকটিস করছেন। চট্টগ্রামে হাতেগোনা দু ‘একজন খ্রীষ্টান শিক্ষানবীশ আইনজীবীর মধ্যে জুলিয়েট অন্যতম।
মেধাবী ও প্রাণোচ্ছল এ তরুণী শুধু পড়াশোনা ও আইনের চর্চা নিয়েই থেমে থাকেননি। বহুল প্রতিভার অধিকারীনী জুলিয়েট জোন তসকানো এখন চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে একটি জনপ্রিয় এবং পরিচিত নাম। নৃত্য, সংগীত, অভিনয়, কমেডিসহ সাংস্কৃতিক বিভিন্ন ধারায় তাঁর পদচারণা।
উল্লেখ্য, দি ক্রিয়েটিভ কালচারাল গ্রুপ (The Creative Cultural Group) চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের যুবদের নিয়ে গড়ে ওঠা একটি ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক দল। এ দলটির প্রতিষ্ঠাতা ও পরিচালক জুলিয়েট জোন তসকানো। চট্টগ্রামে খ্রীষ্টান সম্প্রদায়ের বিশেষ করে নারীদের মধ্যে জুলিয়েটই প্রথম একটি সাংস্কৃতিক দলের প্রতিষ্ঠাতা ও পরিচালক।
দলটির মূল লক্ষ্য হচ্ছে সুস্থ ও দুর্নীতিমূক্ত সমাজ ও সাংস্কৃতিক অঙ্গন গড়ে তোলা। আর মূলমন্ত্র হচ্ছে “We believe in creativity, Be creative’।
জুলিয়েটের হাত ধরে এ দলটির জয়যাত্রা শুরু হয় ১৫ সেপ্টেম্বর ২০১৬ সালে মঞ্চনাটক ‘পরিবর্তন’ দিয়ে। এরপর শর্ট ফিল্ম ‘সাইবার ব্ল্যাকহোল’, ‘মুক্তি’সহ আরো কয়েকটি নাটক পরিবেশিত হয় দলটির ব্যানারে।
সাংস্কৃতিক চর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালনা করছে দলটি। প্রতি বড়দিনে পথশিশুদের নিয় বড়দিন উদযাপন ও দরিদ্রদের মাঝে সামাজিক সেবা প্রদানের লক্ষ্যে ‘মিট এন্ড গ্রিট’ নামক একটি ইভেন্ট গড়ে তোলে।
১০ অক্টোবর এ দলটি তাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন
ঢাকা ক্রেডিটের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে হ্যালুইন দিবস পালন (ছবি)