শিরোনাম :
পরিবেশ সচেতনতার লক্ষে ফটোগ্রাফি পুরস্কারের ছবি, শর্ট ফিল্ম আহ্বান
পরিবেশ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন কর্মকান্ডে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ‘ইংলিশ ক্লাব’ আয়োজন করছে নিজদার অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু পরিবেশিত ‘এনডিইউবি ইনভাইরনমেন্ট ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০১৯’(NDUB Environment Vanguard Award 2019)|
এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো মানুষের মাঝে পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরি এবং পরিবেশের উন্নয়নমূলক কাজে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা। এ উৎসবের আওতায় মূলতঃ তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ইভেন্ট তিনটি হলো: ফটো স্টোরি টেলিং, শর্ট ফিল্ম, এবং ভিজ্যুয়াল পয়েট্রি।
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য প্রাইজমানি হিসেবে থাকছে সর্বমোট পাঁচ লক্ষ টাকার পুরস্কার। এছাড়াও ইউএনডিপির প্রোজেক্টে ফটো স্টোরি, শর্ট ফিল্ম তৈরি এবং রেডিও ধ্বনিতে লাইভ টকশোতে অংশগ্রহণের সুযোগ।
ফটো স্টোরি টেলিং, ভিজ্যুয়াল পয়েট্রি এবং শর্ট ফিল্ম তৈরী করে জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর ২০১৯। প্রতিটি বিভাগের সেরাদের পুরস্কারের জন্য মনোনীত করা হবে। এ ছাড়াও অন্যান্য অংশগ্রহণকারীদের জন্য থাকছে ক্রেস্ট ও সার্টিফিকেটের ব্যবস্থা।
পুরস্কার বিতরণী ও শর্ট ফিল্ম প্রদর্শনী অনুষ্ঠান আগামী ১৫ নভেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর নিজস্ব ক্যাম্পাসে সকাল ১০:০০ টা হতে ৭:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ দিন বিজয়ীদেরকে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অনেক মিডিয়া ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। ফটো স্টোরি টেলিং-এর বিচারক হিসেবে উপস্থিত থাকবেন স্বনামধন্য ফটোগ্রাফার হাসান চন্দন। ভিজ্যুয়াল পয়েট্রি-এর বিচারক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের শিক্ষক বিশ্বজিৎ গোস্বামী। এবং শর্টফিল্ম প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফিল্ম অ্যান্ড টেলিভিশনের শিক্ষক ফাতিমা আমিন।
নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ইংলিশ ক্লাব আয়োজিত অনুষ্ঠানটি সাফল্যম-িত করতে সহযোগিতা করছেন ইউএনডিপি, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লি:, ঢাকা ট্রিবিউন, একাত্তর টিভি, পেপার লিফ, অ্যাভাগার্ড প্রোডাকশনস ও রেডিও ধ্বনি।
বিস্তারিত জানার জন্য ফেইসবুক ইভেন্টস পেইজ লক্ষ্য করুন (https://www.facebook.com/events/374331173474811/)। (বিজ্ঞপ্তি)
আরো পড়ুন
ঢাকা ক্রেডিটের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে হ্যালুইন দিবস পালন (ছবি)