শিরোনাম :
শ্রীমঙ্গলে ওয়ানগালার প্রস্তুতি
সুবর্ণ পাথাং ॥ শ্রীমঙ্গল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ওয়ানগালা প্রতি বছরের মতো এই বছরেও মিরতিঙ্গা চা বাগানে ৯-১০ নভেম্বর (শনি-রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি।
শ্রীচুক আচ্চিক মাতব্বর এসোসিয়েশন ও শ্রীচুক যুব সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হবে মান্দিদের ওয়ানগালা।
শ্রীচুক আচ্চিক মাতব্বর এসোসিয়েশনের সভাপতি ক্ষিতিশ আরেং বলেন, এবারের ওয়ানগালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ডা.মো.আব্দুস শহীদ এমপি ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী রনধীর কুমার দেবসহ আরো অনেক গনণ্যমান্য ব্যক্তিবর্গ।
২০১৯ সালের ওয়ানগালার নকমার দায়িত্ব পালন করবেন মিরতিঙ্গা চা বাগানের মাতব্বর লেডিস দিও। খামালের দায়িত্ব পালন করবেন ফাদার গৌরব জি.পাথাং সিএসসি। তিনিই ওয়ানগালার সম্পূর্ণ পবিত্র খ্রিষ্টযাগ মান্দি ভাষা দিয়ে পরিচালিত করবেন। সহযোগিতায় থাকবেন শ্রীমঙ্গল ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি ও সহকারী পালপুরোহিত ফাদার দিগন্ত চাম্বুগং সিএসসি।
শ্রীচুক সংগঠনের সভাপতি পার্থ হাজং বলেন, এই নিয়ে চতুর্থবার ওয়ানগালা হবে মিরতিঙ্গা চা বাগানে। এ ভাবেই সামনের দিকে আরো ওয়ানগালা হবে। তিনি আরো বলেন, বেশি ভাগ মানুষ চাইছে এই ওয়ানগালা কোন এক মান্দি এলাকাতে স্হায়ীকরণ করার জন্য তাই এ বছর এই ওয়ানগালাতে এই বিষয় নিয়ে সবার মতামতে চূরান্ত সিদ্ধান্ত হবে।
অনুষ্ঠান শুরু হবে ৯ অক্টোবর শনিবার বিকাল থেকেই। পরের দিন ধন্যবাদের খ্রিষ্টযাগ উৎসর্গের মধ্যদিয়ে শুরু হবে। খ্রীষ্টযাগ হবে সম্পূর্ণ মান্দি ভাষা দিয়ে। গানগুলোও চলবে মান্দি ভাষা দিয়েই। খ্রিষ্টযাগের পরেই অতিথি পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
এ দিকে ওয়ানগালাতে আরো থাকছে আকর্ষণীয় পর্ব খামাল মন্ত্রপাঠ করে শস্য দেবতা মিসি সালজং এর উদ্দেশে মান্দিদের উৎপাদিত ফসলের কিছু অংশ নৈবেদ্যরূপে উৎসর্গ করবেন। গারোরা মনে করে সৃষ্টিকর্তার নামে ফসল উৎসর্গ করলে সামনে বছর আরো ভালো ফসল পাওয়া যাবে।
এ দিকে এই নিয়ে এই বছরে নকমা সকল মান্দিদেরসহ অন্যান্য সকলকে নিমন্ত্রণ জানিয়ে বলেন, এবার ওয়ানগালা অন্যান্য বছরের তুলনায় এবার আরো ভালো হবে বলে আশা করি।
আরো পড়ুন
ঢাকা ক্রেডিটের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে হ্যালুইন দিবস পালন (ছবি)