ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ১০ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৭ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সঞ্চয়ী ক্রেডিট ইউনিয়ন গড়ে তুলুন: নির্মল রোজারিও

সঞ্চয়ী ক্রেডিট ইউনিয়ন গড়ে তুলুন: নির্মল রোজারিও

0
406

ডিসিনিউজ ।। কালীগঞ্জ

দড়িপাড়া খ্রীষ্টান কো- অপারেটি ক্রেডিট ইউনিয়র লি:’র ১৫তম বার্ষিক সাধারণ সভায় কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিও তার বক্তব্যে বলেন ‘ঋণ প্রদানমূখী নয় সঞ্চয়ী মুখী ক্রেডিট ইউনিয়ন গড়ে তুলতে হবে’।

শুক্রবার (পহেলা নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় কালিগঞ্জের দড়িপাড়া সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুলের অডিটরিয়ামে সমিতির সদস্যদের উপস্থিতিতে ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

দড়িপাড়া ক্রেডিট ইউনিয়নের সভাপতি অপূর্ব যাকোব রোজারিও’র সভাপতিত্বে প্রধান অদিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. আলো ডি’ রোজারিও।

বার্ষিক সাধারণ সভার শুরুতে সভাপতি অপূর্ব রোজারিও উপস্থিত সদস্য এবং অতিথিদের সমবায়ী শুভেচ্ছা জানিয়ে বিগত এক বছরের অর্জনগুলো তুলে ধরেন। তিনি বলেন, ২০১৮-১৯ অর্থবছরে সদস্যদের অন্তবর্তীকালীন লভ্যাংশ ৭%, লভ্যাংশ ৩%, নিয়মিত ঋণ পরিশোধের জন্য ১০% হারে রিবেট প্রদান করার প্রস্তাব রাখেন।

এছারা সভাপতি ২০১৯-২০ অর্থ বছরের জন্য বিভিন্ন সমাজিক উন্নয়নমূলক কর্মের প্রস্তাব রাখেন।

প্রধান অতিথি ড. আলো ডি’ রোজারিও বলেন, সমবায়ের সুষম উন্নয়নের জন্য প্রয়োজন পরিমিত অর্থ ও প্রশিক্ষণের প্রয়োজন। যদি সমবায়ী সদস্যদের ভালো প্রশিক্ষ প্রদান করা হয়ে থাকে তাহলে ঋণ খেলাপির হার কমবে।

তিনি আরো বলেন, বাঙালি জাতির উন্নয়নের সাথে জড়িয়ে রয়েছে সমবায়। সেই সাথে জাতিকে আরো বেশি দক্ষ ও উন্নত করতে হলে যুব সমাজের উন্নয়ন অপরিহার্য। যুবকদের বিভিন্ন পেশায় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় উন্নয়ন দ্রæত সম্ভব।

বিশেষ অতিথি কাকক্াের চেয়ারম্যান নির্মল রোজারিও বলেন, সমবায় অঙ্গনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে খেলাপি ঋণ আদায়। ঋণ খেলাপির কারণে সমিতি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই এখন সময় এসেছে সঞ্চয়মূখী সমবায় গড়ে তোলার। কারণ সঞ্চয়ই হচ্ছে মানুষের দুুুর্দিনের বন্ধু।

‘সমিতি থেকে সহজে ঋণ পাওয়ার কারণে অনেক বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত খরচ করেন। যে কারণে পরবর্তীতে ঋণ ফেলাপিতে পড়তে হয়। তাই খরচ কম করার প্রবণতা বাদদিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন নতুবা আপনার ঋণের বোঝা আপনার ভবিষ্যৎ প্রজন্মকে বহন করতে হবেন’ বলেন বিশেষ অতিথি এবং ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা।

উক্ত বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, ডিরেক্টর আনন্দ ফিলিপ পালমা, দি মেট্রোপলিটান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, সেক্রেটারি বাপ্পী মন্ডল, ড. ফাদার লিটন হিউবার্ট রোজারিও সিএসসি, ফাদার অমল ক্রুজ, সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বপন এস রোজারিওসহ হাজারো সদস্য।