ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মৃতলোকের পর্ব পালন

মৃতলোকের পর্ব পালন

0
458

ম্যাগডেলিন ডি’সিলভা ।। চট্টগ্রাম

খ্রিষ্টান মৃতলোকের পর্ব পালন করা হলো সারা বাংলাদেশে। প্রতিবছর ২ নভেম্বর খ্রিষ্টানরা মৃতব্যক্তিদের আত্মার কল্যাণার্থে প্রার্থনা করেন। পুরো নভেম্বর মাসকে বলা হয় মৃতলোকের মাস। ২ নভেম্বর খ্রিষ্টানদের কবরাস্থানে বিশেষ প্রার্থনার মাধ্যমে মৃতলোকের মাস শুরু হয়।

সারা বাংলাদেশে খ্রিষ্টান কবরাস্থাগুলো এই পর্ব উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্ন করে সাজানো হয়।

চট্টগ্রাম আর্চডায়োসিসের পাথরঘাটাস্থ ক্যাথিড্রাল প্যারিশের কবরস্থানেও মৃত স্বজনদের আত্মার মঙ্গল কামনা করে বিশেষ খ্রীষ্টযাগ উৎসর্গ করা হয়। 

খ্রিষ্টযাগের পূর্বে মোমবাতি ও ফুল দিয়ে স্বজনদের সমাধি সুসজ্জিত করেন স্বজনেরা। খ্রিষ্টযাগ উৎসর্গ করেন আর্চবিশপ মজেস এম কস্তা।

খ্রীষ্টযাগের উপদেশে আর্চবিশপ মজেস কস্তা বলেন, মৃত্যুই মানব জীবনের শেষ কথা নয়। মৃত্যু হলো অনন্ত জীবনেরর প্রবেশ দ্বার। আমরা সমাধিস্থলে যেমন ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসি, তেমনি মৃত স্বজনদের প্রতি ভালবাসাও থাকে। অনেক মৃত আত্মা আছে  যাদের জন্য প্রার্থনা করার জন্য কেউ বেঁচে নেই। তাঁদের জন্য আজকে বিশেষভাবে প্রার্থনা করতে হবে। তিনি আরো বলেন, মৃত আত্মাদের জন্য প্রার্থনার পাশাপাশি নিজেদের মৃত্যু নিয়েও ভাবতে হবে। প্রস্তুত থাকতে হবে।

এদিকে, চট্টগ্রাম আর্চ ডায়োসিসের অধীনে দিয়াং, জামালখান, নোয়াখালী এবং পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি, ,রাঙ্গামাটি, প্রত্যন্ত এলাকা থানছি,, বলিপাড়া, আলীকদমেও মৃত স্বজনদের আত্মার মঙ্গল কামনা করে বিশেষ খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়।