শিরোনাম :
ঢাকা ক্রেডিটের কার্যক্রমের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ভিডিও)
ডিসিনিউজ:
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ নভেম্বর সমবায় দিবসে রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা ক্রেডিটের স্টল পরিদর্শনের সময় সমিতির সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা মাননীয় প্রধানমন্ত্রীকে ঢাকা ক্রেডিটের কার্যক্রমের বিষয়ে সংক্ষেপে অবহিত করেন। বিশেষ করে গাজীপুরের মঠবাড়িতে ৩০০ শয্যার ডিভাইন মার্সি হাসপাতালের কথা জানান। এছাড়া সেক্রেটারি মি. কস্তা ঢাকার মনিপুরিপাড়াস্থ চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের কথা জানান। এই সময় সেক্রেটারির কথা শুনে প্রধানমন্ত্রী প্রংশসা করে বলেন, ‘সমবায়ের মাধ্যমে আপনারা খুব ভালো কাজ করছেন। আগামী দিনে এ ধরনের ভাল কাজ অব্যহত রাখবেন।’
প্রসঙ্গত, সমবায় অধিদপ্তর ‘সমবায়পণ্য পুস্তিকা ২০১৯’ নামের একটি পুস্তিকা প্রকাশ করেছে। সেখানে প্রচ্ছদে গুরুত্বের সাথে ঢাকা ক্রেডিটের ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের ছবি এবং পেছনের পাতায় সাভার সমবায় বাজারের ছবি প্রকাশ করেছে। এ ছাড়া ভেতরে ঢাকা ক্রেডিটের প্রধান প্রধান প্রকল্পসমূজের কথাও উল্লেখ করা হয়েছে করা হয়েছে।
চলতি বছর ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন’ মূলসুরের উপর ভিত্তি করে পালন করা হয়েছে সমবায় দিবস।
রাজধানীর আগারগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দে ২ নভেম্বর বাংলাদেশের বিভিন্ন অঞ্চল হতে আগত সমবায়ীদের নিয়ে ৪৮জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
সমবায়ে বিশেষ অবদান রাখার জন্য ১০টি সমবায় সমিতি বিভিন্ন ক্যাটগরিতে প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণ পদক লাভ করেছেন।
[wp1s id=”10175″]