শিরোনাম :
ফিলিপাইনে বোমা হামলায় নিহত ১৪, আহত অর্ধশতাধিক
ফিলিপাইনের হিলংগোস শহরে এক বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক ।
গতকাল বুধবার রাতে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে বলে দেশটির প্রেসিডেন্টের একজন মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন ।
দেশটির সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা চলাকালীন সময়ে মোবাইল ডিভাইসের মাধ্যমে ঘরে তৈরি ওই বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
এ ঘটনায় বহু হতাহত মানুষকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়।
দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র আর্নেস্তো আবেলা জানিয়েছেন, এই ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “ওই বোমা হামলার আগাম কোন পূর্বাভাস গোয়েন্দা সংস্থাগুলোর কাছে ছিল না। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।”
উল্লেখ্য, ফিলিপাইনের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ ক্যাথলিক সম্প্রদায়।
এসএন/আরপি/২৯ ডিসেম্বর, ২০১৬