শিরোনাম :
মারা গেছেন পৃথিবীর সব চেয়ে বয়স্কা ১১১ বছরের সিস্টার
ডেস্ক, ডিসিনিউজ:
মারা গেছেন পৃথিবীর সব চেয়ে বয়স্কা সিস্টার। তাঁর নাম সিস্টার মেরী আইডেন ডেনাল্ডসন। তিনি মার্সি সম্প্রদায়ের সিস্টার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১১১ বছর। তিনি ৫০ বছর শিক্ষা ক্ষেত্রে নিঃস্বার্থভাবে সেবা দিয়েছেন। ২৫ অক্টোবর তিনি ঈশ্বরের ডাকে সাড়া দিয়েছেন।
দক্ষিণপূর্ব আমেরিকার অধিবাসী সিস্টার মেরী আইডেন। তাঁর সম্প্রদায়ের একজন সিস্টার যান নাম সিস্টার ক্যারোলিন বলেন, ‘সিস্টার মেরী আইডেন ছিলেন খুবই ভালো মানুষ। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।’
সিস্টার মেরিলিন সিস্টার মেরী আইডেনকে ৫০ বছর ধরে কাছে থেকে দেখছেন। তিনি বলেন, ‘সিস্টার মেরী আইডেন ছিলেন চমৎকার একজন সন্ন্যাসীনী। তিনি সকলকে ভালোবাসতেন। খুবই জনপ্রিয়ে ছিলেন। শিক্ষা ক্ষেত্রে তার অবদান অনেক। তাঁর কথা মানুষ দীর্ঘদিন স্মরণ রাখবেন।’
২০০৮ খ্রিষ্টাব্দে সিস্টার মেরী আইডেন তাঁর শত বছরের জন্মদিন পালন করেছিলেন। তখন চারশ মানুষ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছিলেন।
এই ধরনের আরো সংবাদ
ইন্দোনেশিয়ায় একদিনে ফাদার হলেন সাতজন