শিরোনাম :
চট্টগ্রামে ১৪ নভেম্বরকে খ্রিষ্ট শহীদ দিবস ঘোষণা (ছবি)
ম্যাগডেলিন ডি’সিলভা || ডিসিনিউজ
চট্টগ্রাম আর্চ ডায়োসিসের ক্যাথিড্রাল গির্জা প্রাঙ্গণে ধর্ম শহীদদের সম্মানে নির্মিত স্মৃতিস্তম্ভের সামনে ১৪ নভেম্বর বিকাল ৫টায় বিশেষ খ্রিষ্টযাগ উৎসর্গ করেন আর্চবিশপ মজেস কস্তা।
চট্টগ্রাম আর্চ ডায়োসিসের সকল যাজকগণ, ব্রতধারী এবং প্রায় ৩০০জন খ্রিষ্টভক্ত খ্রিষ্টযাগে অংশগ্রহণ করেন।
এ স্মৃতিস্তম্ভটি ২০ বছর আগে নির্মাণ করেছিলেন তৎকালীন বিশপ প্যাট্রিক ডি’ রোজারিও, সিএসসি।
আর্চবিশপ মজেস বলেন, ফাদার ফান্সিসকো ফার্নানডেস বাংলার প্রথম খ্রিষ্ট শহীদ। ১৬০২ সালের ১৪ নভেম্বর তাঁকে চট্টগ্রামের কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। তাঁর চোখ তুলে ফেলা হয়। পরে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয় শুধুমাত্র খ্রিষ্ট বিশ্বাসী ছিলেন বলে এবং খ্রিষ্ট বিশ্বাসকে অস্বীকার করেননি বলে। শুধু তিনি নন, তাঁর সাথে ১৪জন খ্রিষ্ট বিশ্বাসীর শিরশ্ছেদের শিকার হয়ে খ্রিষ্ট শহীদ হন।
দিয়াং এ প্রায় ছয়শত নারী, পুরুষ ও শিশুকে পুড়িয়ে মারা হয়। তাঁরা জীবন উৎসর্গ করে আমাদের খ্রিষ্ট বিশ্বাসকে সুদৃঢ় ও বলিয়ান করে গেছেন। তাঁদের পবিত্র রক্ত আমাদের বিশ্বাসের বীজ। বিশ্বাসের ইতিহাসে তাঁরা আমাদের অগ্রপথিক। অতঃপর তিনি ১৪ নভেম্বরকে খ্রিষ্ট শহীদ দিবস ঘোষণা করেন।
এরপর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ্য, খ্রিষ্ট শহীদদের স্মরণ করে সাক্ষ্যদান ও অনুভূতি প্রকাশ করেন ফাদার ডমিনক রোজারিও, ওএমআই, সিস্টার গাব্রিয়েলা এবং দুজন খ্রিষ্টভক্ত।
প্রতি বছর চট্টগ্রাম আর্চ ডায়োসিসের প্রতিটি ধর্মপল্লীতে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার নির্দেশ দেন আর্চবিশপ মজেস কস্তা। তিনি ক্যাথিড্রাল প্যারিশের খ্রীষ্টভক্তদের স্মৃতিস্তম্ভের সামনে মাসে অন্তত একবার মিলিত হয়ে প্রার্থনা করার আহ্বান জানান।
[wp1s id=”10422″]
ছবি: The Chittagong Metropolitan Archdiocese