শিরোনাম :
ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সভাপতি খ্রীষ্টফার অধিকারী ও সহ-সভাপতি জেমস প্রদীপ বিশ্বাস
ডিসিনিউজ:
দেশের প্রটেষ্টানদের সবচেয়ে বড় ও পুরাতন ডিনোমেনেশন (ধর্মসম্প্রদায়) বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সভাপতি খ্রীষ্টফার অধিকারী ও সহ-সভাপতি জেমস প্রদীপ বিশ্বাস নির্বাচিত হয়েছেন। গতকাল ঢাকাসহ ১০টি অঞ্চলের নির্বাচনে তাঁরা আগামী চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, দেশের সর্ব বৃহৎ প্রটেষ্টান ডিনোমেনেশনের এই নির্বাচন নিয়ে নির্বাচনের পূর্ব থেকে ছিলো বিপুল উৎসাহ-উদ্দিপনা। এই সংঘ তাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। সভাপতি পদে খ্রীষ্টফার অধিকারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অপরদিকে সহ-সভাপতি পদের জন্য লড়েন উইলিয়াম প্রলয় সমাদ্দার। তাঁর চেয়ে তিন ভোট বেশি পেয়ে চার্চ সংঘের সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন জেমস প্রদীপ বিশ্বাস।
বর্তমানে বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের অধীনে দেশে প্রায় ৮০ হাজার খ্রিষ্টভক্ত রয়েছেন।