শিরোনাম :
মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত (ছবি)
ডিসিনিউজ:
গতকাল মঠবাড়ীতে মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লি. এর ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সমিতির চেয়ারম্যান সুরেন রিচার্ড গমেজের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার জেলা সমবায় কর্মকর্তা আইরিন খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, মঠবাড়ি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সঞ্চয় ডমিনিক রোজারিও, নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান সুমন লরেন্স রোজারিও, মাল্লা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান স্বপন ভিনসেন্ট রোজারিও, মাউসাউদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ডেভিড প্রবীন পিউরীফিকেশন।
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির দ্রুত উন্নয়ন ও প্রসার লাভের জন্য সমিতির কর্মকর্তা ও কর্মীদের প্রশংসা করেন।
মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সেক্রেটারি পলাশ গমেজ পরিচালক মন্ডলীর প্রতিবেদন পাঠ করেন। সমিতির কোষাধক্ষ রিচার্ড ফ্রান্সিস রোজারিও সমিতির আর্থিক প্রতিবেদন পাঠ করেন। লটারি পর্ব পরিচালনা করেন সমিতির প্রাক্তন কর্মকর্তা স্ট্যানিসলাস সোহেল রোজারিও।
২০১২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ব্যবসায়ী তৈরি ও ব্যবসার মাধ্যমে সমাজে সেবা দেওয়ার লক্ষে মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির যাত্রা। সমিতিটি ইতিমধে সমবায় বাজারসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে আলোচনায় এসেছে।
[wp1s id=”10518″]